দেশের স্বাধীনতা দিবসে ‘ আজাদি কা অমৃত মহোৎসব’কে কেন্দ্র করে ‘ হর ঘর তিরঙ্গা ‘ উদ্যোগকে সামনে রেখে জাতীয় পতাকা বিক্রি করার উদ্যোগ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার । পোস্ট অফিস চত্বরে ক্যাম্প করে ২৫ টাকা করে জাতীয় পতাকা বিক্রি করার উদ্যোগ নেওয়া হল । আগামী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট যাতে প্রতিটি নাগরিক বাড়িতে পতাকা উত্তোলন করতে পারেন , তার জন্যেই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে । মাত্র ২৫ টাকার বদলে আপনি পেয়ে যাবেন ঘরে বসে জাতীয় পতাকা । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের স্বাধীনতা দিবসটা অন্য ভাবে পালন করতে চেয়েছেন , তাই দেশবাসীর উদ্দেশ্যে তিনি আর্জি জানিয়েছেন স্বাধীনতা দিবস পালন করার দুই থেকে তিন দিন আগে থেকে যেন প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । এবার সেই উদ্যোগ নিয়েছে ডাক বিভাগ । আর মাত্র এক সপ্তাহ । দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি চলছে সর্বত্র । এর মাঝেই ভারতীয় ডাক বিভাগের নয়া পদক্ষেপ । ‘ হর ঘর তিরঙ্গা ‘ – কে প্রচার করতে এবার অনলাইনে বাড়িতে জাতীয় পতাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল খোদ পোস্ট অফিস । পোস্ট অফিসের ই – পোর্টালের মাধ্যমে জাতীয় পতাকার অর্ডার দেওয়া যাবে । অগাস্টের প্রথম দিন থেকেই শুরু হয়ে গিয়েছে এই পরিষেবা । ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সব বাড়িতে পতাকা লাগানের আহ্বান জানিয়েছে । এমনকী দেশবাসী যাতে বাড়িতে দেশের পতাকা উত্তোলন করতে পারেন সেই জন্য সরকার ‘ ন্যাশনাল ফ্ল্যাগ কোড’এর সংশোধন করেছে । এবার আরও এক ধাপ এগিয়ে এবার সেই পতাকাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল ডাক বিভাগ । সম্প্রতি ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘ হর ঘর তিরঙ্গা’র প্রচার চালাচ্ছে মোদি সরকার । ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর আর্জি মেনে সমাজমাধ্যমে নিজেদের ডিপি পাল্টে দিয়েছেন কয়েক লক্ষ সমাজমাধ্যম ব্যবহারকারী । এবার মোদির ডাকে সমস্ত দেশবাসী ঘরে জাতীয় পতাকা তোলার উন্মাদনায় মেতে উঠেছে । সব বাড়িতে জাতীয় পতাকা জানিয়েছে লাগানোর আহ্বান সরকার । দিন – রাত এই পতাকা তুলে রাখা যাবে বাড়িতে । নাগরিকদের বাড়িতে দিনরাত দেশের পতাকা উত্তোলনের অনুমতি দেওয়ার জন্য সরকার ‘ ন্যাশনাল ফ্ল্যাগ কোড ‘ সংশোধন করতে হয়েছে । আগে শুধু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিরঙ্গা উত্তোলনের অনুমতি ছিল । মাত্র ২৫ টাকা দিলেই এবার পেয়ে যাবেন ২০ ইঞ্চি -৩০ ইঞ্চি আকারের জাতীয় পতাকা । তবে কোনও দণ্ড থাকছে না । দেশের সমস্ত পোস্ট অফিসে বিক্রি করা হচ্ছে জাতীয় পতাকা । তাই দেরি না করে তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমে এই জাতীয় পতাকাকে ঘরে নিয়ে আসুন । এই পতাকা যদি অর্ডার করতে হয় তাহলে যেতে হবে পোস্ট অফিসের ই – পোর্টালে । একবার অর্ডার দেওয়া হলে গ্রাহকদের বাতিল করতে দেওয়া হবে না ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…