নয়ডার ছাত্রী নিবাসে ভয়াবহ আগুন, প্রান রক্ষায় ঝাপ একের পর এক ছাত্রীর!!
প্যারা অলিম্পিকে প্যারা শুটিংয়ে স্বর্ণ, ব্রোঞ্জ ভারতের।!!

অনলাইন প্রতিনিধি :-শুটার অবনী লেখারা এবং মোনা আগরওয়াল ২০২৪ বর্ষে প্যারিস প্যারালিম্পিকে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এস এইচ ওয়ান এর ( SH1) ইভেন্টে যথাক্রমে স্বর্ণ এবং ব্রোঞ্জ পদক অর্জন করলো।
অবনী এর আগেও ২০২০ তে টোকিও প্যারালিম্পিকে স্বর্ন জিতে প্রথম ভারতীয় মহিলা প্যারা-শুটার হয়েছিলেন, তিনি এখন একমাত্র ভারতীয় মহিলা যিনি ২০২৪ এ প্যারিস প্যারালিম্পিকে দুটি স্বর্ণপদক জিতেছেন।