প্যারা জাম্পে প্রাণ গেল স্কাইডাইভারের!!

অনলাইন প্রতিনিধি :-চার দিন আগে বুধবার গুজরাটের জামনগরে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়েছিল বায়ুসেনার একটি জাগুয়ার যুদ্ধবিমান। চারদিন পর বায়ুসেনায় ফের শোক নেমে এল। শনিবার আগ্রায় প্রশিক্ষণ চলাকালীন সময় প্যারাশুট জাম্পে গুরুতর আহত হয়ে মৃত্যু হয় প্যারা জাম্প ইনস্ট্রাক্টরের। তিনি ছিলেন আকাশগঙ্গা স্কাইডাইভিং দলের সদস্য। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ‘ডেমো ড্রপ’ নামে একটি প্রশিক্ষণমূলক জাম্পের সময় দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।