প্যারিস অলিম্পিকে রৌপ্য জয় নীরাজের!!
অনলাইন প্রতিনিধি :-প্যারিস অলিম্পিকে নীরাজ চোপড়া রৌপ্য পদক জিতেছে। নীরজের ৮৯.৪৫ মিটার থ্রো তাকে পডিয়ামে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
মৌসুমের তার সেরা পারফরম্যান্স হলেও তবে স্বর্ণ অর্জনের জন্য তা যথেষ্ট ছিল না, যা পাকিস্তানের আরশাদ নাদিম ৯২.৯৭ মিটার থ্রো করে একটি নতুন অলিম্পিক রেকর্ড তৈরি করে।