অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা সফরের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি, দক্ষতা বিকাশ, শিল্পোদ্যোগ এবং জলশক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর ‘স্বচ্ছ তীর্থ’ প্রচারে অংশ নিয়েছেন।তিনি এদিন তরুণ প্রজন্মের সাথে আলাপচারিতায় যোগ দেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পরিকল্পনার ইতিবাচক দিকগুলি নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মত বিনিময় করেছেন।এদিন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার সাথেও মন্ত্রী শ্রীচন্দ্রশেখর দেখা করেছেন। রাজ্য সরকারের চলতি কর্মকাণ্ড নিয়ে দুইজন কথা বলেন।স্কিল ডেভেলপমেন্ট সহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এদিন স্বচ্ছ তীর্থ অভিযানের অংশ হিসাবে আগরতলার ইন্দ্রনগর কালীবাড়ি মন্দির পরিষ্কার করার কাজে অংশ নেন।তার সাথে ছিলেন স্থানীয় মানুষ, বিজেপি কার্যকর্তা এবং যুব অংশের উল্লেখযোগ্য সংখ্যক
জনতা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বাইশ জানুয়ারী অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের আগে পবিত্র তীর্থস্থানগুলির পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য দেশব্যাপী প্রচারাভিযানের সূচনা করেছিলেন।মন্ত্রী রাজীব চন্দ্রশেখর নাগরিকদের তাদের শহর এবং মন্দিরগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখতে উৎসাহিত করেন।মন্দির পরিচ্ছন্নতা অভিযানের পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নাগরিকদের সাথে বিশেষ করে মহিলাদের সাথে মত বিনিময় করেন।তিনি জল জীবন মিশন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পগুলির ইতিবাচক ফলাফল নিয়ে আলোচনা করেন।তার ভাবনা প্রকাশ করে মন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নীতিগুলি সারা দেশের মানুষের জীবনে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলছে।মন্ত্রী এদিন সুবিধাভোগীদের সাথেও কথা বলেছেন।যারা জল জীবন মিশনের মতো উদ্যোগগুলিকে নিয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে।মন্ত্রী শ্রীচন্দ্রশেখর বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অন্যান্য বিভিন্ন সরকারী স্কিম শুধুমাত্র তাদের জীবনই নয়, অন্যান্য অসংখ্য পরিবারের জীবনকেও বদলে দিয়েছে।পরে মন্ত্রী দলীয় কার্যকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন।দলীয় বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়।ডবল ইঞ্জিন সরকারের দক্ষ কার্যকারিতার জন্য মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার সাথে বিস্তৃত পরিসরে আলোচনা হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…