Categories: খেলা

প্রকাশিত হল এশিয়া কাপের সূচি

এই খবর শেয়ার করুন (Share this news)

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশিত হল এশিয়া কাপের সূচি । এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে আগামী ২৭ আগস্ট থেকে । উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নামছে শ্রীলঙ্কা । আর তার পরের দিনই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে চলেছে ভারত – পাকিস্তান মহারণ । ফাইনাল হবে আগামী ১১ সেপ্টেম্বর । এশিয়া কাপ এখন টি – টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হয়। সেই কারণে ১৫ তম এশিয়া কাপ প্রতিযোগিতাকে টি – টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছে দলগুলি । গতবার এই প্রতিযোগিতায় জয়ী হয়েছিল ভারত । আর এবার আগামী বিশ্বকাপে ভারতীয় দল সফল হওয়ার জন্য মুখিয়ে রয়েছে । সেই কারণে এই টুর্নামেন্ট ভারতীয় দলের কাছে বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে । এবারের এশিয়া কাপে গ্রুপ এ – তে ভারত , পাকিস্তান এবং একটি কোয়ালিফায়ার দল থাকবে এবং গ্রুপ বি – তে শ্রীলঙ্কা , আফগানিস্তান ও বাংলাদেশ নিয়ে গঠিত । বাছাইপর্বের খেলা হবে হংকং , কুয়েত , সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে । এই কোয়ালিফায়ার ম্যাচ হবে ২০ থেকে ২৬ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে । টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে খেলা হবে তবে হোস্টিং স্বত্ব থাকবে শ্রীলঙ্কা ক্রিকেটের ( এসএলসি ) কাছে । শ্রীলঙ্কাতে এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও সে দেশের রাজনৈতিক অবস্থার কারণে প্রতিযোগিতা শেষ পর্যন্ত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। সংযুক্ত আরব আমিরশাহির তিনটি স্টেডিয়ামে খেলা হবে । সেগুলো হল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম , শারজাহ ক্রিকেট স্টেডিয়াম এবং আবুধাবি ক্রিকেট স্টেডিয়াম । এই টুর্নামেন্টে ভারত শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে । ২০১৮ সালের এশিয়া কাপের আসরে ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ভারত জিতেছিল । ভারত ১৪ টি এশিয়া কাপ টুর্নামেন্টের মধ্যে সর্বাধিক ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে । শ্রীলঙ্কা পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে । আর পাকিস্তান ২ বার চ্যাম্পিয়ান হয়েছে । এই সূচি ঘোষণা হওয়ার পর মঙ্গলবার বিসিসিআইয়ের সচিব জয় শাহ বলেন , “ প্রতীক্ষার অবসান । এশিয়ার সেরা কে , সে যুদ্ধ শুরু হবে ২৭ আগস্ট । ফাইনাল ম্যাচ হবে আগামী ১১ সেপ্টেম্বর । আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে উপযুক্ত প্রস্তুতির মাধ্যম হয়ে উঠবে পঞ্চদশ এশিয়া কাপ।

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি-

★শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানঃ ২৭ আগস্ট(শনিবার), গ্রুপ বি,দুবাই।

★ভারত বনাম পাকিস্তানঃ ২৮ আগস্ট(রবিবার),গ্রুপ এ দুবাই।

★বাংলাদেশ বনাম আফগানিস্তানঃ ৩০ আগস্ট ( মঙ্গলবার ) , গ্রুপ বি , শারজা ।

★ভারত বনাম কোয়ালিফায়ারঃ ৩১ আগস্ট ( বুধবার ) , গ্রুপ এ ,দুবাই।

★শ্রীলঙ্কা বনাম বাংলাদেশঃ ১ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার ) , গ্রুপ বি ,দুবাই।

★পাকিস্তান বনাম কোয়ালিফায়ারঃ ২ সেপ্টেম্বর ( শুক্রবার ) , গ্রুপ এ ,শারজা।

★বি ১ বনাম বি ২ঃ ৩ সেপ্টেম্বর ( শনিবার ) , সুপার ৪, শারজা।

★এ ১ বনাম এ ২ঃ ৪ সেপ্টেম্বর ( রবিবার ), সুপার ৪, দুবাই।

★এ ১ বনাম বি ১ঃ ৬ সেপ্টেম্বর ( মঙ্গলবার), সুপার ৪, দুবাই।

★এ ২ বনাম বি ২ঃ ৭ সেপ্টেম্বর ( বুধবার ) , সুপার ৪ , দুবাই ।

★এ ১ বনাম বি ২ : ৮ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার ) , সুপার ৪ , দুবাই ।

★বি ১ বনাম এ ২ঃ ৯ সেপ্টেম্বর ( শুক্রবার ) , সুপার ৪ , দুবাই ।

★ফাইনালঃ ১১ সেপ্টেম্বর( রবিবার ) সুপার ৪ – র প্রথম বনাম সুপার ৪ – র দ্বিতীয় , দুবাই ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

9 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

10 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

10 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

11 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

11 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

11 hours ago