Categories: খেলা

প্রকাশিত হল এশিয়া কাপের সূচি

এই খবর শেয়ার করুন (Share this news)

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশিত হল এশিয়া কাপের সূচি । এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে আগামী ২৭ আগস্ট থেকে । উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নামছে শ্রীলঙ্কা । আর তার পরের দিনই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে চলেছে ভারত – পাকিস্তান মহারণ । ফাইনাল হবে আগামী ১১ সেপ্টেম্বর । এশিয়া কাপ এখন টি – টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হয়। সেই কারণে ১৫ তম এশিয়া কাপ প্রতিযোগিতাকে টি – টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছে দলগুলি । গতবার এই প্রতিযোগিতায় জয়ী হয়েছিল ভারত । আর এবার আগামী বিশ্বকাপে ভারতীয় দল সফল হওয়ার জন্য মুখিয়ে রয়েছে । সেই কারণে এই টুর্নামেন্ট ভারতীয় দলের কাছে বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে । এবারের এশিয়া কাপে গ্রুপ এ – তে ভারত , পাকিস্তান এবং একটি কোয়ালিফায়ার দল থাকবে এবং গ্রুপ বি – তে শ্রীলঙ্কা , আফগানিস্তান ও বাংলাদেশ নিয়ে গঠিত । বাছাইপর্বের খেলা হবে হংকং , কুয়েত , সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে । এই কোয়ালিফায়ার ম্যাচ হবে ২০ থেকে ২৬ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে । টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে খেলা হবে তবে হোস্টিং স্বত্ব থাকবে শ্রীলঙ্কা ক্রিকেটের ( এসএলসি ) কাছে । শ্রীলঙ্কাতে এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও সে দেশের রাজনৈতিক অবস্থার কারণে প্রতিযোগিতা শেষ পর্যন্ত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। সংযুক্ত আরব আমিরশাহির তিনটি স্টেডিয়ামে খেলা হবে । সেগুলো হল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম , শারজাহ ক্রিকেট স্টেডিয়াম এবং আবুধাবি ক্রিকেট স্টেডিয়াম । এই টুর্নামেন্টে ভারত শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে । ২০১৮ সালের এশিয়া কাপের আসরে ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ভারত জিতেছিল । ভারত ১৪ টি এশিয়া কাপ টুর্নামেন্টের মধ্যে সর্বাধিক ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে । শ্রীলঙ্কা পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে । আর পাকিস্তান ২ বার চ্যাম্পিয়ান হয়েছে । এই সূচি ঘোষণা হওয়ার পর মঙ্গলবার বিসিসিআইয়ের সচিব জয় শাহ বলেন , “ প্রতীক্ষার অবসান । এশিয়ার সেরা কে , সে যুদ্ধ শুরু হবে ২৭ আগস্ট । ফাইনাল ম্যাচ হবে আগামী ১১ সেপ্টেম্বর । আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে উপযুক্ত প্রস্তুতির মাধ্যম হয়ে উঠবে পঞ্চদশ এশিয়া কাপ।

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি-

★শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানঃ ২৭ আগস্ট(শনিবার), গ্রুপ বি,দুবাই।

★ভারত বনাম পাকিস্তানঃ ২৮ আগস্ট(রবিবার),গ্রুপ এ দুবাই।

★বাংলাদেশ বনাম আফগানিস্তানঃ ৩০ আগস্ট ( মঙ্গলবার ) , গ্রুপ বি , শারজা ।

★ভারত বনাম কোয়ালিফায়ারঃ ৩১ আগস্ট ( বুধবার ) , গ্রুপ এ ,দুবাই।

★শ্রীলঙ্কা বনাম বাংলাদেশঃ ১ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার ) , গ্রুপ বি ,দুবাই।

★পাকিস্তান বনাম কোয়ালিফায়ারঃ ২ সেপ্টেম্বর ( শুক্রবার ) , গ্রুপ এ ,শারজা।

★বি ১ বনাম বি ২ঃ ৩ সেপ্টেম্বর ( শনিবার ) , সুপার ৪, শারজা।

★এ ১ বনাম এ ২ঃ ৪ সেপ্টেম্বর ( রবিবার ), সুপার ৪, দুবাই।

★এ ১ বনাম বি ১ঃ ৬ সেপ্টেম্বর ( মঙ্গলবার), সুপার ৪, দুবাই।

★এ ২ বনাম বি ২ঃ ৭ সেপ্টেম্বর ( বুধবার ) , সুপার ৪ , দুবাই ।

★এ ১ বনাম বি ২ : ৮ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার ) , সুপার ৪ , দুবাই ।

★বি ১ বনাম এ ২ঃ ৯ সেপ্টেম্বর ( শুক্রবার ) , সুপার ৪ , দুবাই ।

★ফাইনালঃ ১১ সেপ্টেম্বর( রবিবার ) সুপার ৪ – র প্রথম বনাম সুপার ৪ – র দ্বিতীয় , দুবাই ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

9 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

9 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

9 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

9 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

1 day ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

1 day ago