Categories: খেলা

প্রকাশিত হল এশিয়া কাপের সূচি

এই খবর শেয়ার করুন (Share this news)

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশিত হল এশিয়া কাপের সূচি । এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে আগামী ২৭ আগস্ট থেকে । উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নামছে শ্রীলঙ্কা । আর তার পরের দিনই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে চলেছে ভারত – পাকিস্তান মহারণ । ফাইনাল হবে আগামী ১১ সেপ্টেম্বর । এশিয়া কাপ এখন টি – টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হয়। সেই কারণে ১৫ তম এশিয়া কাপ প্রতিযোগিতাকে টি – টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছে দলগুলি । গতবার এই প্রতিযোগিতায় জয়ী হয়েছিল ভারত । আর এবার আগামী বিশ্বকাপে ভারতীয় দল সফল হওয়ার জন্য মুখিয়ে রয়েছে । সেই কারণে এই টুর্নামেন্ট ভারতীয় দলের কাছে বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে । এবারের এশিয়া কাপে গ্রুপ এ – তে ভারত , পাকিস্তান এবং একটি কোয়ালিফায়ার দল থাকবে এবং গ্রুপ বি – তে শ্রীলঙ্কা , আফগানিস্তান ও বাংলাদেশ নিয়ে গঠিত । বাছাইপর্বের খেলা হবে হংকং , কুয়েত , সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে । এই কোয়ালিফায়ার ম্যাচ হবে ২০ থেকে ২৬ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে । টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে খেলা হবে তবে হোস্টিং স্বত্ব থাকবে শ্রীলঙ্কা ক্রিকেটের ( এসএলসি ) কাছে । শ্রীলঙ্কাতে এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও সে দেশের রাজনৈতিক অবস্থার কারণে প্রতিযোগিতা শেষ পর্যন্ত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। সংযুক্ত আরব আমিরশাহির তিনটি স্টেডিয়ামে খেলা হবে । সেগুলো হল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম , শারজাহ ক্রিকেট স্টেডিয়াম এবং আবুধাবি ক্রিকেট স্টেডিয়াম । এই টুর্নামেন্টে ভারত শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে । ২০১৮ সালের এশিয়া কাপের আসরে ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ভারত জিতেছিল । ভারত ১৪ টি এশিয়া কাপ টুর্নামেন্টের মধ্যে সর্বাধিক ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে । শ্রীলঙ্কা পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে । আর পাকিস্তান ২ বার চ্যাম্পিয়ান হয়েছে । এই সূচি ঘোষণা হওয়ার পর মঙ্গলবার বিসিসিআইয়ের সচিব জয় শাহ বলেন , “ প্রতীক্ষার অবসান । এশিয়ার সেরা কে , সে যুদ্ধ শুরু হবে ২৭ আগস্ট । ফাইনাল ম্যাচ হবে আগামী ১১ সেপ্টেম্বর । আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে উপযুক্ত প্রস্তুতির মাধ্যম হয়ে উঠবে পঞ্চদশ এশিয়া কাপ।

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি-

★শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানঃ ২৭ আগস্ট(শনিবার), গ্রুপ বি,দুবাই।

★ভারত বনাম পাকিস্তানঃ ২৮ আগস্ট(রবিবার),গ্রুপ এ দুবাই।

★বাংলাদেশ বনাম আফগানিস্তানঃ ৩০ আগস্ট ( মঙ্গলবার ) , গ্রুপ বি , শারজা ।

★ভারত বনাম কোয়ালিফায়ারঃ ৩১ আগস্ট ( বুধবার ) , গ্রুপ এ ,দুবাই।

★শ্রীলঙ্কা বনাম বাংলাদেশঃ ১ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার ) , গ্রুপ বি ,দুবাই।

★পাকিস্তান বনাম কোয়ালিফায়ারঃ ২ সেপ্টেম্বর ( শুক্রবার ) , গ্রুপ এ ,শারজা।

★বি ১ বনাম বি ২ঃ ৩ সেপ্টেম্বর ( শনিবার ) , সুপার ৪, শারজা।

★এ ১ বনাম এ ২ঃ ৪ সেপ্টেম্বর ( রবিবার ), সুপার ৪, দুবাই।

★এ ১ বনাম বি ১ঃ ৬ সেপ্টেম্বর ( মঙ্গলবার), সুপার ৪, দুবাই।

★এ ২ বনাম বি ২ঃ ৭ সেপ্টেম্বর ( বুধবার ) , সুপার ৪ , দুবাই ।

★এ ১ বনাম বি ২ : ৮ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার ) , সুপার ৪ , দুবাই ।

★বি ১ বনাম এ ২ঃ ৯ সেপ্টেম্বর ( শুক্রবার ) , সুপার ৪ , দুবাই ।

★ফাইনালঃ ১১ সেপ্টেম্বর( রবিবার ) সুপার ৪ – র প্রথম বনাম সুপার ৪ – র দ্বিতীয় , দুবাই ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

15 mins ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

46 mins ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago