প্রকাশ্যে সিরিঞ্জ বিক্রি বন্ধ করলো ঔষধ বিক্রেতারা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। খোয়াইয়ের সমস্ত ঔষধ বিক্রেতারা এক এবং দুই এম এল ডিসপোজাল সিরিঞ্জ প্রকাশ্যে বিক্রি বন্ধ করে দিল। কারণ এই দুটি সিরিঞ্জ দিয়েই যুব সমাজের একাংশ নেশার জন্য শরীরের রক্তে ড্রাগস প্রবেশ করাচ্ছে। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ইনসুলিন নেবার ওয়ান এমএল ডিসপোজাল সিরিঞ্জ এবং সাধারণ ইনজেকশনের কাজে ব্যবহৃত দুই এমএল সিরিঞ্জ কাউকেই দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন ঔষধ ব্যবসায়ীরা। বাজারে খোলা ঔষুধের দোকান থেকে এতদিন সমাজের একটি অংশের নেশাগ্রস্ত যুবকরা এই সিরিঞ্জ গুলো কিনে নিয়ে যেত সহজেই।

দেখা গেছে সেগুলো ব্যবহার করে নেশাগ্রস্থ যুবকরা ইনজেকশনের মাধ্যমে তাদের শরীরের রক্তে ড্রাগস প্রবেশ করিয়ে নেশায় আসক্ত হয়ে থাকতো। সম্প্রীতি বেশ কতকগুলো ঘটনায় দেখা গেছে ইনজেকশনের মাধ্যমে যে সমস্ত যুবকরা নেশা করছে, তাদের শরীরে এইচআইভি, হেপাটাইটিস সি ইত্যাদি রোগের সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর যখন নীরব, ঠিক সেই সময় শহরের সচেতন ঔষধ ব্যবসায়ীরা নিজেরা একটি শুভ উদ্যোগ নিয়েছে।

জেলা সদর মহকুমা খোয়াইতে যুব সমাজের একটি বৃহৎ অংশ হিরোইন, ব্রাউন সুগারের নেশায় আসক্ত হয়ে পড়েছে। পুলিশের নেশা বিরোধী অভিযানে নেশা সামগ্রী সহ ড্রাগস বিক্রেতারা ধরা পড়লেও ড্রাগস গ্রহণকারীরা বহাল তবিয়তেই আছে। আর এর ফলে গোটা মহকুমা জুড়ে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে ড্রাগ আসক্তের সংখ্যা। শহরের প্রতিটি অলিগলিতে যুব সমাজের একটি অংশ ব্রাউন সুগারের কোটা কেনার জন্য লম্বা লাইন ধরে ড্রাগস বিক্রেতাদের কাছে । ৩০০ টাকায় এক কোটা ব্রাউন সুগার ক্রয়ের পর ওই নেশায় আকৃষ্ট যুবকরা ডিসপোজাল সিরিঞ্জ কেনার জন্য ভিড় করে ঔষুধের দোকানগুলোতে।

শহরের জনৈক ঔষধ ব্যবসায়ী জানান, দিন কয়েক পূর্বে এক যুবক টক্সাইড ইনজেকশন সিরিঞ্জ সহ ক্রয় করে জেলা হাসপাতালের মোড়ে গিয়ে টক্সাইড ইনজেকশনটি মাটিতে ফেলে দিয়ে সিরিঞ্জ খুলে শরীর থেকে রক্ত টানছে। এর কিছুক্ষণ পরই ড্রাগসের কোটা বের করে তাতে তার রক্ত মিশিয়ে, তা সিরিঞ্জ দিয়ে টেনে পুন:রায় শরীরে প্রবেশ করিয়ে দিচ্ছে। এই ঘটনাগুলো ক্রমান্বয়ে চলছে প্রতিদিন। শেষে এক প্রকার বাধ্য হয়ে যুব সমাজকে রক্ষার্থে খোয়াইয়ের ঔষধ ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন।

Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

2 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

3 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

3 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

3 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

1 day ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

1 day ago