প্রকৃতির রুপ, লাবন্যে সেজেছে মন্টাং ভ্যালি!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। এই ছোট পাহাড়ি রাজ্যের মানুষ প্রকৃতিপ্রেমী, পর্যটন প্রেমী ও নান্দনিক সৌন্দর্যের পূজারী। বরাবরই তা প্রমাণিত হয়েছে। দেশের উত্তর – পূর্বের ক্ষুদ্র পাহাড়ি রাজ্য ত্রিপুরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই ব্যস্ততার যুগে যখনই কোনো না কোনো নতুন পর্যটনের দ্বার উন্মোচিত হয়, বা নতুন প্রকৃতির কোন মনোমুগ্ধকর জায়গার সন্ধান রাজ্যের মানুষ পায়, তখন দুহাত ভরে স্বাগত জানায়। এমনই এক নতুন এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার নিয়ে এবার রাজ্যের পর্যটনকে হাতছানি দিচ্ছে মন্টাং ভ্যালি।
তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি আরডি ব্লকের প্রত্যন্ত অঞ্চল, ১৮ মুড়ার পাদদেশে অবস্থিত এই মন্টাং ভ্যালি।

ইতিমধ্যে সামাজিক মাধ্যমের দৌলতে তার বার্তা ছড়িয়ে গেছে নানা প্রান্তে। মহকুমা সদর তেলিয়ামুড়া থেকে চাকমাঘাট হয়ে মন্ঠাং ভ্যালিতে পৌঁছতে ১৫ থেকে ১৬ কিলোমিটার জায়গা অতিক্রম করতে হয়। এর মাঝে প্রায় তিন থেকে চার কিলোমিটার রাস্তা কিছুটা খারাপ হলেও বাকি রাস্তা যান চলাচলের উপযোগী। ফলে পর্যটন ও প্রকৃতি প্রেমী মানুষ এখন প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন মন্টাং ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্যের মনমুগ্ধকর পরিবেশে।
কি আছে এই মন্টাং ভ্যালিতে? অনেকটা জম্পুই এর আদলে, প্রকৃতি তাঁর অপরূপ সৌন্দর্য্যের মহিমা ছড়িয়ে দিয়েছে।

মন চাইবে, প্রকৃতির এই রুপ লাবন্যে নিজেকে সমর্পিত করতে। শহরের ব্যস্ততম কোলাহলপূর্ণ পরিবেশ থেকে খানিকটা মুক্ত হাওয়ায় নিজের বন্ধুবান্ধব, স্বজন, প্রেয়সী বা খুব কাছের কাউকে নিয়ে সময় কাটানোর এক আদর্শ জায়গা হয়ে উঠতে চলেছে এই মন্টাং ভ্যালি।
এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে এমন কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি, যাতে করে মানুষ পর্যটনের অন্যতম ক্ষেত্র হিসেবে বেছে নিতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, এখন প্রতিদিন ৩০০ থেকে ৪০০ মানুষ প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য্যে অবগাহন করতে দূরদূরান্ত থেকে পাড়ি জমাচ্ছে এই ভ্যালিতে। আনন্দে সময় কাটাচ্ছেন এবং ফিরে এসে সামাজিক মাধ্যমে নিজেদের মতো করে প্রচার করছেন।
বর্তমান সরকার পর্যটন বিকাশে আন্তরিক।দাবি উঠছে, এই মন্টাং ভ্যালিকে ভিত্তি করে রাজ্য সরকারই হোক কিংবা এডিসি প্রশাসন, এই পর্যটন ক্ষেত্রের বিকাশে সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করার।

Dainik Digital

Recent Posts

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

4 mins ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

9 mins ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

19 mins ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

22 mins ago

শিক্ষক সংকটে ধুঁকছে স্কুল,তলানিতে ছাত্র সংখ্যা।।

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার অস্তিত্ব সংকটে। সরকারী স্কুলগুলিতে নিয়মিত পড়াশোনা হচ্ছে না। গত ১০…

25 mins ago

২ ঘণ্টায় ৮৩টি ডাকাতি, ৪৮ ঘণ্টায় ৭৩টি ‘ধর্ষণ!!

অনলাইন প্রতিনিধি :-লাগাতার চুরি, ছিনতাই। মহিলারাও কোনোভাবে সুরক্ষিত নন। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে…

27 mins ago