প্রকৃতির সাথে সময় কাটালেন মুখ্যমন্ত্রী!!
অনলাইন প্রতিনিধি :- সোমবার বিলোনীয়ার রাজনগরে প্রকৃতির কোলে গড়ে উঠা বাটার ফ্লাই পার্কে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পার্কে গিয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। বেশ কিছু সময় কাটান বাটার ফ্লাই পার্কে। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সেই আবেগ চেপে রাখেননি মুখ্যমন্ত্রী।
বলেন, এখানে যে এতো সুন্দর বাটার ফ্লাই সংরক্ষণ এরিয়া আছে, আমি আগে জানতামই না। সেই ভাবে প্রচার হয় নি। তাই কেউ জানতে পারেনি।
কেন যে মানুষ বাইরে যান । যখন শুনি, ত্রিপুরার মানুষ পূজার সময় বাইরে যান। এখানে কেন আসে না? আমি বলবো , সবাই আসার দরকার। বিশেষ করে, ছাত্র ছাত্রীদের কাছে আবেদন রাখেন। সোমবার ছিল রাজনগর ব্লকের তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, বন্য প্রাণী সপ্তাহ দিবস উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান
রাজনগর ব্লকের জয়চাদ পুর মাঠে অনুষ্ঠিত হয় এই দিনের অনুষ্ঠান।