প্রচার শুরু মীনার
পদ্ম শিবিরের প্রার্থী ঘোষণা হতেই ভিড় জমতে শুরু করে এলাকার জনপ্রিয় প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের বাড়ির উঠুনে। ১৪ বাধারঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে প্রয়াত বিধায়কের ছোট বোন বর্তমানে আগরতলা পুর নিগমের বিজেপি কর্পোরেটর মীনারানী সরকারকে। শনিবার দিনভর কর্মী সমর্থকদের সংবর্ধনার জোয়ারে ভেসেছেন। রবিবার সকাল হতেই প্রয়াত দাদার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে, তার আশীর্বাদ নিয়ে দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার শুরু করেন মীনারানী সরকার। গোটা এলাকায় তিনি আগে থেকেই সকলের পরিচিত। গত এক বছর ধরে কর্পোরেটর হিসাবে কাজ করেও মানুষের মন জয় করেছেন। প্রয়াত দাদার ছাপ অনেকটাই তাঁর মধ্যে রয়েছে বলে এলাকাবাসীর অভিমত। ফলে প্রচারে বেড়িয়ে মানুষের সারাও পাচ্ছেন দারুণ ভাবে।