প্রচুর গাঁজা উদ্ধার!!
নাকা চেকিংয়ে বসে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল আমবাসা থানার পুলিশ। মঙ্গলবার রাতে আমবাসা বেতবাগান এলাকায় জাতীয় সড়কে নাকা চেকিংয়ে বসে সন্দেহমূলক গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করে পুলিশ।
NL01Q8409 একটি ১২ চাকার কন্টেইনার লরি তে তল্লাশি চালিয়ে ১৫৯ প্যাকেট গাঁজা উদ্ধার করে পুলিশ। গাড়িটির গোপন কেবিনে রাখা ছিল গাঁজা গুলি। পুলিশ কেবিনটি ভেঙ্গে গাঁজা গুলি উদ্ধার করে। ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার, আমবাসা থানার ওসি অনুপম দাস সহ বিশাল পুলিশবাহিনী। পুলিশ গাড়িটিতে তল্লাশি চালানোর সময় গাড়ি চালক পালিয়ে যায়।