নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
প্রচুর নেশা সামগ্রী আটক!!
ত্রিপুরায় প্রবেশের মুখে পঞ্চাশ লক্ষাধিক টাকার নেশা জাতিয় কফ সিরাপ সহ দুই জনকে আটক করলো অসম পুলিশ। বুধবার সকালে উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে বেসরকারি আজাদ ট্রান্সপোর্ট সংস্থার আর জে ০৯ জি ডি ৩৩৯১ নম্বরের একটি দশ চাকার লরি ত্রিপুরায় প্রবেশের মুখে আসাম চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের নাকা চেকিং এর পুলিশ কর্মীরা গাড়িটিতে তল্লাশি চালায়।
গাড়িতে থাকা বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীর ভিতর থেকে ছাব্বিশ বস্তায় মোট আট হাজার তিন`শ বোতল এসকফ কোডিন ফসফেড নামক নেশা জাতিয় কফ সিরাপ উদ্ধার হয়। খোলা বাজারে আটককৃত কফ-সিরাপ গুলোর বাজার মূল্য পঞ্চাশ লক্ষাধিক টাকা। এই ঘটনায় লরি চালক ও সহ-চালককে আটক করা হয়েছে। ধৃতরা হলো মহম্মদ ফরাজ(২৮), বাড়ি উত্তর প্রদেশ। সমীর আহমদ(১৮), বাড়ি উত্তর প্রদেশের বিজনর জেলার ধমপুরে।