অনলাইন প্রতিনিধি :-প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ট্যাবলু প্রদর্শনীতে ত্রিপুরা দ্বিতীয় পুরস্কার পেয়েছে। নয়াদিল্লীতে গত ২৬ জানুয়ারী ওই কর্মসূচি হয়। প্রতিরক্ষা মন্ত্রক থেকে বুধবার প্রজাতন্ত্র দিবস ২০২৫ উপলক্ষে প্রতিযোগিতামূলক প্রদর্শনীর ফলাফল ঘোষণা করা হয়েছে। ট্যাবলু প্রদর্শনীতে বিচারকদের মূল্যায়নে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে ত্রিপুরা দ্বিতীয় পুরস্কার অর্জন করে নিয়েছে। প্রতিযোগিতায় প্রথম হয়েছে উত্তরপ্রদেশ ও তৃতীয় হয়েছে অন্ধ্রপ্রদেশ।নয়াদিল্লীতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ত্রিপুরার ট্যাবলু প্রদর্শনীর দায়িত্বে ছিল রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর।
প্রজাতন্ত্র দিবসের প্যারেডের ট্যাবলু প্রদর্শনীতে ত্রিপুরা দ্বিতীয় পুরস্কার পাওয়ায় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা রাজ্যের ট্যাবলু প্রদর্শনীর সাথে যুক্ত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।তিনি বলেন, এই পুরস্কার এক অসামান্য প্রাপ্তি। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন।
নয়াদিল্লীতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ট্যাবলু প্রদর্শনীতে প্রাচীন ত্রিপুরার আধ্যাত্মিক ভাবধারা রাজ্যের ট্যাবলু প্রদর্শনীতে তুলে ধরা হয়। ট্যাবলুতে দেখানো হয় রাজন্য আমল থেকে চলে আসা খার্চিপুজো তথা চতুর্দশ দেবদেবীর পুজো অর্চনার তাৎপর্য। ট্যাবলুটি পরম্পরা ও আধুনিকতার সংমিশ্রণে তৈরি করা হয়। বৃহস্পতিবার নয়াদিল্লীতে বিজয়ী রাজ্যগুলির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
আটটি উত্তর-পূর্ব রাজ্যের মধ্যে ত্রিপুরা একমাত্র রাজ্য যা ‘ইটারনাল রেভারেন্স’ বিষয়ে ত্রিপুরায় খার্চি পুজো মাহাত্ম্য মেলে ধরার জন্য নির্বাচিত হয়। থিম অনুসারে, ঐতিহ্যবাহী ‘খার্চি পুজো’ এবং ১৪টি দেবতার পুজোর সাথে সংযুক্ত এর আচার এবং তাদের তাৎপর্য ট্যাবলুতে প্রদর্শিত হয়েছিল বলে এক কর্মকর্তা জানান।
অনলাইন প্রতিনিধি :-প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…
অনলাইন প্রতিনিধি :-জরুরি বৈঠকে বসলেন স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। বৈঠকে রয়েছেন মুখ্যসচিবরাও। জানা যাচ্ছে,…
অনলাইন প্রতিনিধি :-বিকেল পাঁচটায় সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গিরগিটি রূপ ধারণ করল পাকিস্তান।…
অনলাইন প্রতিনিধি :-রাত পোহানো দূর অস্ত। চার ঘণ্টাও কাটল না। এর মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে…
অনলাইন প্রতিনিধি :-ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনার কারণে, নিরাপত্তার জন্য চারধামে হেলিকপ্টার পরিষেবা বন্ধ…
অনলাইন প্রতিনিধি :-রাতভর দীর্ঘক্ষন আলোচনা হয়, তারপরই দুই দেশ অবিলম্বে সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে রাজি হয় বলে…