Categories: বিজ্ঞান

প্রজ্ঞান জানাল, চাঁদের দুই মেরু ক্ষয় হতে শুরু করেছে।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- মরচে পড়ছে চাঁদে ? ক্ষয় হতে শুরু করেছে দুই মেরু ? জং ধরছে চাঁদের লোহাতে। তার প্রমাণও দিল রোভার প্রজ্ঞান। এই প্রথম সামনে এল, পৃথিবীর আত্মজা হয়- রোগে আক্রান্ত। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে হইচই পড়ে গিয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা এই ক্ষয়ের কারণ খুঁজতে এখন ব্যস্ত।২০০৮ সালে ইসরোর পাঠানো চন্দ্রযান-১ খবর দিয়েছিল চাঁদের মাটিতে বরফ জমে আছে। চাঁদের গহ্বর বা ক্রেটারের ছড়াছড়ি। মুন মিনারালোজি ম্যাপার ইনস্ট্রুমেন্ট বা ‘এম-থ্রি’ দিয়ে চাঁদের মাটিতে বিভিন্ন খনিজের হদিশ দিয়েছিল চন্দ্রযান-১।সেইসব ছবি ও তথ্য বিশ্লেষণ করেই অবাক হয়ে গিয়েছেন বিজ্ঞানীরা। চাঁদের লোহা, জল আর অক্সিজেন মিশে গিয়ে মরচে ধরতে শুরু করেছে। আর এই ঘটনা এক-আধদিনের নয় । কয়েক কোটি বছর ধরেই মরচে পড়ছে চাঁদে। দুই মেরুতে ক্ষয় হচ্ছে।চন্দ্রযান-১ এর পর চন্দ্রযান-৩ এর প্রজ্ঞানের পাঠানো ছবি খুঁটিয়ে দেখে বিজ্ঞানীরা বলছেন, চাঁদের মাটিতে হিমাটাইট খনিজের সন্ধান মিলেছে। এই হিমাটাইট হল লোহা বা আয়রনের একটি যৌগ। এক ধরনের আয়রন অক্সাইড যাকে সহজ ভাষায় মরচে বলা হয়। গবেষকরা বলছেন, চাঁদের মেরু অঞ্চলে যেখানে বরফের খোঁজ দিয়েছিল চন্দ্রযান-১ সেই এলাকাগুলিতেই মরচে পড়ার পরিমাণ সবচেয়ে বেশি। এইসব এলাকা ঘুরে দেখতে পারে চন্দ্রযান-৩ এর রোভার প্রজ্ঞান। বিজ্ঞানীরা বলছেন, চাঁদের এমন ভয়ানক পরিস্থিতির জন্য অনেকটাই দায়ী পৃথিবী। কারণ পৃথিবী থেকেই অক্সিজেন উড়ে যাচ্ছে তার আত্মজার কাছেই।সেটা কীভাবে ঘটছে তার ব্যাখ্যা দিলেন ইন্ডিয়ান অ্যাস্ট্রোফিজিক্সের অধিকর্তা সাম্যক রায়চৌধুরী। তিনি বলেছেন; সৌরঝড়ের হাত থেকে পৃথিবীকে কিছুটা হলেও রক্ষা করতে পারে ম্যাগনেটোস্ফিয়ার। এখানে তড়িৎ- স্বকীয় কণার স্রোত ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু চাঁদে পৃথিবীর মতো মন সুরক্ষার আবরণী নেই। তার ভরসা পৃথিবীর আঁচলই। কক্ষপথে রতে ঘুরতে চাঁদ যখন পৃথিবীর পিছনে চলে যায় তখন তার সামনে একটা রক্ষার বর্ম তৈরি হয়। সেই সময় যদি মহাশূন্যে সৌরঝড় ধেয়ে আসে াহলে চাঁদের খুব একটা ক্ষতি করতে পারে না। চাঁদকে রক্ষা করে পৃথিবীর আঁচল এই ম্যাগনেটোস্ফিয়ার। আবার এই ম্যাগনেটোস্ফিয়ার থেকেই পৃথিবীর বায়ুমণ্ডলের অক্সিজেন পৌঁছে যায় চাঁদে। সেই অক্সিজেন এখন চাঁদের ক্ষয়ের মূল কারণ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

7 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

9 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

9 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

9 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

9 hours ago

সোলার জাগরণ চাইলেন রতন, ৭০জন গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকেছে বিদ্যুৎ বিক্রির অর্থ!!

অনলাইন প্রতিনিধি:-ত্রিপুরার গৃহস্থালি বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে।একদিকে যেমন বিদ্যুৎ বিল হচ্ছে…

10 hours ago