প্রতারণার অভিযোগে আটক রাজেশ ত্রিপুরা!!
অনলাইন প্রতিনিধি:- প্রতারণার দায়ে আটক এক ইউটিউব চ্যানেলের মালিক রাজেশ ত্রিপুরা। অভিযোগ, অন্য একজনের জায়গা জমির দলিল পর্চা জালিয়াতি করে দিল্লির একটি ওয়ার্ল্ড মিশন এডুকেশনের কাছে বিক্রি করে দেয়। পরবর্তী সময়ে ওই ওয়ার্ল্ড মিশন এডুকেশনের পক্ষ থেকে আগরতলা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয় এবিষয়ে। পুলিশ ঘটনার তদন্তে নেমে এই পর্যন্ত চারজনকে আটক করে তার মধ্যে মূল পান্ডা ছিলেন রাজেশ ত্রিপুরা। তাকে গতকাল রাতে পশ্চিম থানার পুলিশ আটক করতে সক্ষম হয়। এছাড়াও রাজেশ ত্রিপুরার বিরুদ্ধে আরও অন্যান্য অভিযোগ রয়েছে। আজ রাজেশ ত্রিপুরাকে আদালতে প্রেরণ করা হবে। বিস্তারিত জানিয়েছেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস।