প্রতারণার শিকার ১৭ শ্রমিক!!
ত্রিপুরায় কাজ করতে এসে ঠিকাদারের প্রতারণার শিকার পশ্চিমবঙ্গের ১৭ জন শ্রমিক। এদের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সমসেরগঞ্জ থানাধীন হাসানপুর। এরা জম্পুই হিলে কাজ এসেছিল। অবশেষে শ্রমিকদের নিজ নিজ বাড়িতে ফেরার ব্যবস্থা করে দিল আসামের বাজারিছড়া এলাকার একাংশ সামাজিক সংগঠন ও বিজেপি দলের কর্মকর্তারা। বেশ কয়েক দিন অনাহারে কাটানোর পর গত শনিবার জম্পুই থেকে তারা পায়ে হেটে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওয়ানা হয়।
সেখানে অবস্থানরত আসামের এক গাড়ি চালক সোহেল আহমেদ তাদের সমস্যার কথা শুনে তাদেরকে নিজ গাড়িতে বিনা ভাড়ায় আসামের ঝেরঝেরি অবধি নিয়ে আসে। অসহায় শ্রমিকদের এই করুণ কাহিনী জানতে পেরে এগিয়ে আসে এলাকার সমাজ সেবীরা। রবিবার বিকাল তিনটা নাগাদ শ্রমিকদের গুয়াহাটির নৈশ বাসে তোলে দেওয়া হয় এবং গুয়াহাটি থেকে গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ি ভাড়া সহ খাওয়া দাওয়া জন্য টাকার জোগাড় করে দেয় তারা।