প্রতিদিন এক কৌটো বেবি পাউডার খান মার্কিন তরুণী!!

এই খবর শেয়ার করুন (Share this news)

মানুষের খাদ্যাভাস কতই না বিচিত্র হতে পারে।কিছু মানুষের পছন্দের খাবারের কথা শুনলে অনেকের চোখ কপালে উঠে যাওয়ার জোগাড় হয়। এমনই একজন সাতাশ বছরের মার্কিন তরুণী ড্রেকা মার্টিন।তিনি প্রত্যেক দিন এক কৌটো বেবি পাউডার খান।আমরা যেমন রোজ ভাত খাই,ড্রেকা তেমনই খান বেবি পাউডার।আর এই ‘খাদবস্তু’টির জন্য তিনি তেইশ সালে প্রায় চার হাজার ডলার খরচ করেছেন।স্থানীয় সংবাদ মাধ্যমকে ড্রেকা জানান,সন্তানদের স্নান করানোর পর প্রতিদিন পাউডার লাগানোর সময় একটু করে পাউডার চেখে দেখতে তার ভালই লাগত।কিন্তু একসময় এটি তার অভ্যাস, এমনকি রীতিমতো নেশায় পরিণত হয়।মার্টিন যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সের বাসিন্দা ড্রেকা।এখন তিনি প্রতিদিন জনসন’স অ্যালো অ্যান্ড ভিটামিন ই’ ব্র্যান্ডের ৬২৩ গ্রামের এক কৌটো পাউডার খান। তিনি জানান,প্রয়োজনে তিনি ‘স্বাভাবিক খাবার’ ‘না খেয়েও খাকতে পারেন,কিন্তু পাউডার বিনা নৈব নৈব চ। পাউডার হজম করেন কী করে? ড্রেকা বলেন, ‘গুঁড়ো দুধ যেমন চায়ের সঙ্গে মিশে যায়,বেবি পাউডারও আমার মুখের ভিতরে গিয়ে গলে যায়।তিনি জানান, অনেক দিন হয়ে গেল তিনি পাউডার খাচ্ছেন,কিন্তু কোনওদিন হজম বা স্বাস্থ্যের কোনও সমস্যা হয়নি।তবে গর্ভাবস্থায় এই নেশা থেকে দূরে ছিলেন মার্টিন।এখন এই পাউডার খাওয়ার জন্য তার দৈনিক খরচ ১৪ ডলার (১,১৬৮ টাকা)।এই হিসেবে চলতি বছরের জানুয়ারী থেকে শুরু করে এখন পর্যন্ত এই ড্রেকা পাউডার খেতে খরচ করেছেন ৩,৭৮০ডলার (৩ লক্ষ ১৫ হাজার টাকা)।পাউডার প্রস্তুতকারক জনসন’স জানিয়েছে, তাদের এই পাউডার কেবল ‘ত্বকে ব্যবহারের উপযোগী’ করে তৈরি করা হয়েছে।এটি খাওয়া শরীরের পক্ষে ভাল নয়।পাউডারের গায়ে এ বিষয়ে সতর্কীকরণও লেখা থাকে।মায়ের এই অভ্যাস থেকে তার সন্তানেরও এই অভ্যাস গড়ে উঠতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন শিশু বিশেষজ্ঞরা।
তাদের মতে, যেহেতু শিশুরা প্রতিদিন তার মায়ের পাউডার খাওয়ার দৃশ্য দেখছে,তাই ওদের মধ্যেও এটি খাওয়ার প্রতি আগ্রহ তৈরি হতে পারে।ড্রেকা মার্টিন দাবি করেন,তার অখাদ্য(যেমন চক, পেইন্ট ইত্যাদি)খাওয়ারও অভ্যাস রয়েছে। তিনি বলেন, ‘আমি বেবি পাওডার খেতে পছন্দ করি।এর স্বাদ ঠিক এর গন্ধের মতোই সুন্দর।’তিনি আরও বলেন,এ এমন নেশায় পরিণত হয়েছে যে আমি বাদ দিতে চাইলেও পারি না।পাউডারের কথা মাথায় এলেই আমার জিভে জল আসে।এই অভ্যাস এমন পর্যায়ে পৌছেছে যে,স্বাভাবিক খাবারের কথা আমার মনেই হয় না। আমাকে যদি স্বাভাবিক খাবার ও বেবি পাউডারের মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি পাউডারই বেছে নেব।’

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

15 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

15 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

15 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

16 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago