প্রতিনিধিত্বের ভারসাম্য!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দেশের উন্নতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে যে সমস্ত রাজ্য জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে জনসংখ্যার উপর লাগাম পরিয়েছে, সেই রাজ্যগুলোরই এবার লোকসভায় প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নাগরিকদের হাতে রাজনৈতিক ক্ষমতা তুলে দিতে প্রত্যেককে একটি করে ভোটের অধিকার দেওয়া হয়েছে আমাদের সংবিধানে। সেই নিরিখের ভিত্তিতেই ঠিক করা হয় লোকসভা ও বিধানসভার আসন। অর্থাৎ যে রাজ্যের জনসংখ্যা হবে যত বেশি, সেই রাজ্যের হাতেই বেশি থাকবে লোকসভার আসন। এই জনসংখ্যা হ্রাস বৃদ্ধির কথা মাথায় রেখেই ১৯৫২ সালে দেশে প্রথম গঠিত হয়েছিল ডিলিমিটেশন কমিশন। সেই ভিত্তিতে প্রাথমিকভাবে লোকসভার আসন সংখ্যা নিরুপণ হয়েছিল ৪৯৪টি। পরবর্তীকালে ১৯৬৩ এবং ১৯৭৩ সালে আরও দুই দফায় লোকসভার আসন পুনর্বিন্যাস করা হয়। আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯৬৩ সালে ৫২২ এবং ১৯৭৩ সালে ৫৪৩টি। সেই থেকে দীর্ঘদিন আসন পুনর্বিন্যাস বন্ধ রাখা হয়েছিল। কারণটা ছিল খুব সহজ। লোকসভায় প্রতিনিধিত্ব বাড়াতে জন্মনিয়ন্ত্রণে বিশেষ নজর দেবে না রাজ্যগুলো। এই দৃষ্টিকোণ থেকেই বন্ধ রাখা হয়েছিল আসন পুনর্বিন্যাসের কাজ। কিন্তু জনসংখ্যা যেহেতু থেমে থাকে না, কোথাও বাড়ে এবং কোথাও কমে, তাই ২০২৬ সালে ভারতের আনুমানিক জনসংখ্যা হতে পারে ১৪৫ কোটির কাছাকাছি। এই জনসংখ্যার উপর ভিত্তি করেই হবে দেশে লোকসভা এবং বিধানসভাগুলোর আসন পুনর্বিন্যাস। এই প্রেক্ষিতে রাজ্যগুলোর লোকসভা আসন সংখ্যা কত গিয়ে দাঁড়াবে তা নিয়েও শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ এবং সমীক্ষা। কারণ নির্বাচনি কেন্দ্রগুলোর সীমানা পুনর্বিন্যাসের ফলে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে ৭৫৩ হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। যেহেতু সীমানা পুনর্বিন্যাসের কাজটি করা হয় জনসংখ্যার ভিত্তিতে। সেক্ষেত্রে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে লোকসভার প্রতিনিধিত্বের ভারসাম্য নষ্ট হতে পারে বলে আশঙ্কা বাড়ছে। সেক্ষেত্রে এই আসন বিন্যাসের নতুন চিত্র বদলে দিতে পারে ভারতের রাজনৈতিক চেহারাও। জন্মনিয়ন্ত্রণে দেশের উত্তর ভারতের তুলনায় অনেক ভালো কাজ করছে দক্ষিণের রাজ্যগুলো। ফলে জনসংখ্যার গড়পড়তা বৃদ্ধির হিসাবে দক্ষিণ ভারত অনেকটাই পিছিয়ে। সেক্ষেত্রে কিছু সমীক্ষা বলছে, আগামী বছর ২০২৬ সালে যখন লোকসভার আসন পুনর্বিন্যাস হবে তখন কর্ণাটকের আসন বর্তমানের ২৮ থেকে কমে ২৬ হতে পারে, তেলেঙ্গানা ১৭ থেকে কমে ১৫, অন্ধ্রপ্রদেশ ২৫ থেকে কমে ২০ এবং তামিলনাড়ু ৩৯ থেকে হ্রাস পেয়ে ৩০-এ নেমে আসবে লোকসভার আসন সংখ্যা। কেরালায় বর্তমান লোকসভার ২০টি আসন নেমে আসতে পারে ১৪-তে। পশ্চিমবঙ্গেও ৪২ থেকে আসন কমে হতে পারে ৩৯।অথচ জনসংখ্যার নিরিখে উত্তর ভারতের চিত্র সম্পূর্ণ আলাদা। উত্তরপ্রদেশে যেখানে লোকসভার বর্তমান আসন ৮০ তা ২০২৬ সালে পুনর্বিন্যাসে বেড়ে হতে পারে ৯৪-এ। বিহারে ৪০ থেকে বেড়ে হতে পারে ৫১, মধ্যপ্রদেশ ২৯ থেকে বেড়ে দাঁড়াতে পারে ৩৪, মহারাষ্ট্র ৪৮ থেকে বেড়ে ৫০ এবং রাজস্থান ২৫ ছাড়িয়ে ৩২-এ ঠেকতে পারে আসন। আর এতে করে দেশের উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে আসন ও জনসংখ্যার এই বৈষম্য বাড়াতে পারে দ্বন্দ্ব। তারই আভাস মিলতে শুরু করেছে রাজনীতিতে। তামিলনাডুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে
প্রধান স্ট্যালিন এই ইস্যুতেই শনিবার দক্ষিণ ভারতীয় মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক ডেকেছিলেন। ডাক দিয়েছেন ঐক্যবদ্ধ লড়াইয়ের।
স্ট্যালিনদের আশঙ্কা জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে দেশে হিন্দীর নিয়ন্ত্রণ কায়েম করতে চায় বিজেপি। আর এই ইস্যুতেই জাতীয় রাজনীতিতে উত্তাপ ফের তরতর করে বাড়ছে। আরএসএস ইতিমধ্যেই এক বিবৃতিতে বলেছে, স্ট্যালিনের মতো নেতারা দেশে উত্তর-দক্ষিণ বিভাজনের চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন হলো, দেশে ৫০ বছর আগেও লোকসভার আসন ৫৪৩টি ছিল। এখনও নিশ্চয় সেটা অব্যাহত থাকবে না। কিন্তু এই আসন বৃদ্ধির সূচক একমাত্র জনসংখ্যা হলে উত্তর ভারত যুগ যুগ ধরে দেশকে এবং দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। সেক্ষেত্রে অহিন্দী ভাষী রাজ্য, তাদের ভাষা, সংস্কৃতি কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়তে পারে বলে যে আশঙ্কা তৈরি হয়েছে সেটাকে কোনভাবেই উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে গিয়ে দক্ষিণ ভারত যদি বর্তমানে লোকসভার আসন পুনর্বিন্যাসের সূচক হিসাবে কম জনসংখ্যার কারণে পিছিয়ে যায় সেটা ন্যায়সঙ্গত হবে কীসের ভিত্তিতে? এই প্রশ্নই এখন দক্ষিণ ভারতের মধ্যে ঘুরেফিরে আসছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধবিমান নিয়ে কালই মহড়া ভারতের!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…

5 hours ago

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

8 hours ago

অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…

8 hours ago

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

10 hours ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

10 hours ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

10 hours ago