দেরি না করে শারদোৎসবের অন্তত সপ্তাহ চারেক আগে থেকেই প্রতিমা ভাসান নিয়ে সতর্ক থাকতে চায় আগরতলা পুর নিগম । রবিবার প্রতিমা ভাসান নিয়ে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন যাতে না হয় সেজন্য প্রশাসনিকভাবেও বৈঠক সেরে নেয় নিগম কর্তৃপক্ষ । এর আগে স্থানীয় জনগণ এবং এলাকার বেশকিছু ক্লাব কর্তৃপক্ষের সাথেও আলোচনায় বসে তারা । অবশেষে রবিবার প্রশাসনিকভাবে বৈঠক শেষ হওয়ায় এবার তোড়জোর শুরু হয়েছে কাজের । ইতিমধ্যেই প্রতিমা নিরঞ্জনকে সার্বিকভাবে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে স্থানীয় পার্কটিকেও সরিয়ে নিয়েছে আগরতলা পুর নিগম ।
ভিড় কমানোর জন্য বাড়ানো হয়েছে জমির পরিমাণও । রবিবার দুপুরে দশমীঘাটে আয়োজিত এই বৈঠকে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত , নিগমের কমিশনার ড . শৈলেশ কুমার যাদব , বিভিন্ন জোন চেয়ারম্যান , আধিকারিক , মহকুমা প্রশাসন , পুলিশ প্রশাসনের বিভিন্ন পদাধিকারী , এমআইসি এবং স্থানীয় কাউন্সিলাররাও উপস্থিত ছিলেন । বৈঠক শেষে মেয়র বলেন , নতুন করে এ বছর কোনও দুর্ঘটনাজনিত ঘটনা যাতে না ঘটতে পারে সেজন্য আগে থেকে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয় । যেমন করে এ বছর প্রতিমা ভাসানে আগত কোনও ক্লাব কিংবা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ব্যবহার করতে পারবে না সাউণ্ডবক্স কিংবা বাদ্যযন্ত্রের ।
যদিও এক্ষেত্রে মাঙ্গলিকের যাবতীয় ব্যবস্থা করবে নিগম কর্তৃপক্ষ । তিনি আরও বলেন , বেশকিছু ক্ষেত্রে প্রতিবছরই বিভিন্ন ক্লাব কিংবা প্রতিষ্ঠানের সুউচ্চ প্রতিমাগুলিকে রাস্তা ধরে প্রতিমা ভাসানের উদ্দেশে নিয়ে যাবার সময় রাস্তার উপর বৈদ্যুতিক তারের কারণে অনেক ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় । এ বছর এ ধরনের সমস্যায় যাতে না পড়তে হয় সেজন্য শিব মন্দির এলাকা থেকে দশমীঘাট এলাকা পর্যন্ত রাস্তার উভয় পাশে পর্যাপ্ত আলো এবং বৈদ্যুতিক তারগুলিকেও সাময়িকভাবে সরিয়ে নেবার কথা ভাবছে নিগম ।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…