প্রতিরক্ষাক্ষেত্রে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক চাইলেন মোদি-হাসিনা

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের আরও দৃঢ় সম্পর্ক চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । উভয় রাষ্ট্রনেতাই দুই দেশই উপকৃত হতে পারে এসব প্রতিরক্ষা চুক্তিগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নে সম্মত হয়েছেন । সে অনুসারে হাসিনার বর্তমান ভারত সফরে সে দেশের উপকূল সীমানায় নজরদারি রাডার বসানোর প্রক্রিয়া বাস্তবায়নে গুরুত্ব দিয়েছে । মঙ্গলবারই মোদি – হাসিনার বৈঠকে বিষয়টি সামনে উঠে আসে । তিন বছর আগের চুক্তি অনুসরণ করে বাংলাদেশকে দ্রুততার সাথে রাডার সিস্টেম বসাতে অনুরোধ জানিয়েছে । জল সীমানায় সুরক্ষার প্রশ্নেই ইন্দো বাংলা ওই চুক্তিপত্রে সই করেছিল ২০১৯ সালে । ওই বছর শেখ হাসিনার ভারত সফরের সময়েই সেই চুক্তি স্বাক্ষর হয় । এই বছরের শুরুর দিকে ভারত একই রকমের কোস্টাল রাডার সার্ভেইলেন্স সিস্টেম মালদ্বীপকে সরবরাহ করেছিল । এদিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য সেনা বাহন সরবরাহ করবে ভারত । এই লক্ষ্যে আগেই উভয় দেশ আলোচনা প্রক্রিয়া শুরু করে । বাংলাদেশ গাড়ি আমদানি করার প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করায় ভারত অভিনন্দন জানিয়েছে । উভয় দেশ যৌথ বিবৃতিতে বলেছে , প্রতিরক্ষা চুক্তি মজবুত করার লক্ষ্যে দুই দেশই সামনের দিকে তাকিয়ে আছে । উভয় পক্ষই একে অপরের স্বার্থের বিষয়টি সামনে রেখে যৌথভাবে পথ চলতে চাইছে বলেও উল্লেখ করা হয়েছে । এদিকে , প্রতিরক্ষা ক্ষেত্রের বাইরে গিয়ে অন্যান্য ক্ষেত্রেও সম্পর্ক জোরদার করতে চাইছে ভারত বাংলাদেশ । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সরবরাহ ব্যবস্থায় আচমকা ব্যাঘাত ঘটানোর প্রক্রিয়া বিষয়টি উত্থাপন করেছেন । বাংলাদেশে ওই সব খাদ্যসামগ্রীর সরবরাহ ব্যবস্থা যেন বজায় থাকে তার লক্ষ্যে ভারতের কাছে নিশ্চয়তা চেয়েছে । বাংলাদেশ চাল , গম , চিনি , পেঁয়াজ , আদা এবং রসুনের সরবরাহ ব্যবস্থা নিয়মিত রাখতে ভারতীয় পক্ষকে অনুরোধ জানিয়েছে । ভারতের তরফে গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে । দেশের বাজারে সরবরাহ ব্যবস্থা সঠিক থাকলে প্রতিবেশী দেশকে পর্যাপ্ত পণ্য দেওয়ার নিশ্চয়তাও দেওয়া হয়েছে । দেশের বাজারে পেঁয়াজ সঙ্কটের প্রেক্ষিতে ২০২০ সালে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় । তাতে বাংলাদেশে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় । এদিকে , সীমান্ত ব্যবস্থাপনাতেও উভয় দেশ একই দিশায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছে । দুই রাষ্ট্রনেতাই জিরো লাইনের ১৫০ গজের মধ্যে যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড দ্রুততার সাথে শেষ করতে উভয় দেশের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন । ত্রিপুরা ও বাংলাদেশ সীমান্তে অসমাপ্ত ফেন্সিংয়ের কাজ শেষ করতেও গুরুত্বারোপ করা হয়েছে । অপরাধমুক্ত সীমান্ত এবং শান্তি সম্প্রীতি নিশ্চিত করতেই এমনটা বলা হয়েছে । সীমান্তে মৃত্যুর সংখ্যা কমে আসায় উভয় রাষ্ট্রনেতাই সন্তুষ্টি ব্যক্ত করেছেন । এই সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যেও তারা আর্জি রেখেছেন । সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা নিয়েও তারা সন্তুষ্টি ব্যক্ত করেছেন । সন্ত্রাসবাদ দমনেও উভয় দেশ আরও দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধ কাজের অঙ্গীকার করেছে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

উত্তরপ্রদেশে রাজধানী-সহ দুই ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা!!

অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…

20 hours ago

কার লাভ কার ক্ষতি!!

জন্মলগ্ন হইতে যে সংঘাত সংঘর্ষের সূচনা হইয়াছিল-দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্বের তুমুল…

20 hours ago

দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে,জানাল কেন্দ্র!!

অনলাইন প্রতিনিধি :-বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা হু হু…

21 hours ago

বন্দর নিষেধাজ্ঞা, আইসিপিতে বণিক প্রতিনিধি নিয়ে বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-ভারতের স্থলবন্দর দিয়ে বেশ কয়েকটি বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে সোমবার…

21 hours ago

বন্ধ করা হল কাজিরাঙা জাতীয় উদ্যান!!

অনলাইন প্রতিনিধি :-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ৷ আসন্ন বর্ষাকাল…

22 hours ago

দেশজুড়ে প্রি-খরিফ প্রচারে,ল্যাব-টু-ল্যান্ড কৃষি জাগরণ কৃষিরথে রাজ্য ঘুরবেন রতন!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত দেশজুড়ে 'প্রি-খরিফ ক্যাম্পেইন'শুরু হবে। বিকশিত কৃষি…

22 hours ago