প্রতিরক্ষাক্ষেত্রে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক চাইলেন মোদি-হাসিনা

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের আরও দৃঢ় সম্পর্ক চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । উভয় রাষ্ট্রনেতাই দুই দেশই উপকৃত হতে পারে এসব প্রতিরক্ষা চুক্তিগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নে সম্মত হয়েছেন । সে অনুসারে হাসিনার বর্তমান ভারত সফরে সে দেশের উপকূল সীমানায় নজরদারি রাডার বসানোর প্রক্রিয়া বাস্তবায়নে গুরুত্ব দিয়েছে । মঙ্গলবারই মোদি – হাসিনার বৈঠকে বিষয়টি সামনে উঠে আসে । তিন বছর আগের চুক্তি অনুসরণ করে বাংলাদেশকে দ্রুততার সাথে রাডার সিস্টেম বসাতে অনুরোধ জানিয়েছে । জল সীমানায় সুরক্ষার প্রশ্নেই ইন্দো বাংলা ওই চুক্তিপত্রে সই করেছিল ২০১৯ সালে । ওই বছর শেখ হাসিনার ভারত সফরের সময়েই সেই চুক্তি স্বাক্ষর হয় । এই বছরের শুরুর দিকে ভারত একই রকমের কোস্টাল রাডার সার্ভেইলেন্স সিস্টেম মালদ্বীপকে সরবরাহ করেছিল । এদিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য সেনা বাহন সরবরাহ করবে ভারত । এই লক্ষ্যে আগেই উভয় দেশ আলোচনা প্রক্রিয়া শুরু করে । বাংলাদেশ গাড়ি আমদানি করার প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করায় ভারত অভিনন্দন জানিয়েছে । উভয় দেশ যৌথ বিবৃতিতে বলেছে , প্রতিরক্ষা চুক্তি মজবুত করার লক্ষ্যে দুই দেশই সামনের দিকে তাকিয়ে আছে । উভয় পক্ষই একে অপরের স্বার্থের বিষয়টি সামনে রেখে যৌথভাবে পথ চলতে চাইছে বলেও উল্লেখ করা হয়েছে । এদিকে , প্রতিরক্ষা ক্ষেত্রের বাইরে গিয়ে অন্যান্য ক্ষেত্রেও সম্পর্ক জোরদার করতে চাইছে ভারত বাংলাদেশ । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সরবরাহ ব্যবস্থায় আচমকা ব্যাঘাত ঘটানোর প্রক্রিয়া বিষয়টি উত্থাপন করেছেন । বাংলাদেশে ওই সব খাদ্যসামগ্রীর সরবরাহ ব্যবস্থা যেন বজায় থাকে তার লক্ষ্যে ভারতের কাছে নিশ্চয়তা চেয়েছে । বাংলাদেশ চাল , গম , চিনি , পেঁয়াজ , আদা এবং রসুনের সরবরাহ ব্যবস্থা নিয়মিত রাখতে ভারতীয় পক্ষকে অনুরোধ জানিয়েছে । ভারতের তরফে গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে । দেশের বাজারে সরবরাহ ব্যবস্থা সঠিক থাকলে প্রতিবেশী দেশকে পর্যাপ্ত পণ্য দেওয়ার নিশ্চয়তাও দেওয়া হয়েছে । দেশের বাজারে পেঁয়াজ সঙ্কটের প্রেক্ষিতে ২০২০ সালে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় । তাতে বাংলাদেশে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় । এদিকে , সীমান্ত ব্যবস্থাপনাতেও উভয় দেশ একই দিশায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছে । দুই রাষ্ট্রনেতাই জিরো লাইনের ১৫০ গজের মধ্যে যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড দ্রুততার সাথে শেষ করতে উভয় দেশের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন । ত্রিপুরা ও বাংলাদেশ সীমান্তে অসমাপ্ত ফেন্সিংয়ের কাজ শেষ করতেও গুরুত্বারোপ করা হয়েছে । অপরাধমুক্ত সীমান্ত এবং শান্তি সম্প্রীতি নিশ্চিত করতেই এমনটা বলা হয়েছে । সীমান্তে মৃত্যুর সংখ্যা কমে আসায় উভয় রাষ্ট্রনেতাই সন্তুষ্টি ব্যক্ত করেছেন । এই সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যেও তারা আর্জি রেখেছেন । সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা নিয়েও তারা সন্তুষ্টি ব্যক্ত করেছেন । সন্ত্রাসবাদ দমনেও উভয় দেশ আরও দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধ কাজের অঙ্গীকার করেছে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

আইনে পরিণত ওয়াকফ সংশোধনী বিল!!

অনলাইন প্রতিনিধি :-আইনে পরিণত হলো ওয়াকফ বিল। বুধবার বিলটি পেশ করা হয়েছিল লোকসভায়।দীর্ঘ আলোচনার পর…

16 hours ago

প্যারা জাম্পে প্রাণ গেল স্কাইডাইভারের!!

অনলাইন প্রতিনিধি :-চার দিন আগে বুধবার গুজরাটের জামনগরে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়েছিল বায়ুসেনার একটি জাগুয়ার…

17 hours ago

নীতি আয়োগের সর্বশেষ রিপোর্টে, ত্রিপুরা এখন ‘ফ্রন্ট রানার স্টেট’ ১৭টি সূচকে গড়ে প্রাপ্ত নম্বর ৭১!!

অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থবছরে নীতি আয়োগের প্রকাশিত সর্বশেষ রিপোর্টে দেশের উত্তর পূর্বাঞ্চলের ছোট রাজ্য ত্রিপুরাকে…

17 hours ago

প্রতি গ্রামে ১ কোটি টাকা, ঘোষণা অমিত শাহের!!

অনলাইন প্রতিনিধি :-ছত্রিশগঢ়ের প্রতিটি গ্রামকে যদি নকশালমুক্ত ঘোষণা করা যায়, তাহলেই মিলবে বড় পুরস্কার—প্রতিটি গ্রাম…

17 hours ago

মোদির মাস্টার প্ল্যান!!

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান…

17 hours ago

রামনবমীতেই ভার্টিকাল লিফট’ রেল সি-ব্রিজ উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে!!

অনলাইন প্রতিনিধি:-তামিলনাড়ুর মণ্ডপম শহর থেকে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত নির্মিত রেল সেতু দেশের প্রথম ভার্টিকাল লিফট…

17 hours ago