প্রতিরক্ষাক্ষেত্রে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক চাইলেন মোদি-হাসিনা

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের আরও দৃঢ় সম্পর্ক চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । উভয় রাষ্ট্রনেতাই দুই দেশই উপকৃত হতে পারে এসব প্রতিরক্ষা চুক্তিগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নে সম্মত হয়েছেন । সে অনুসারে হাসিনার বর্তমান ভারত সফরে সে দেশের উপকূল সীমানায় নজরদারি রাডার বসানোর প্রক্রিয়া বাস্তবায়নে গুরুত্ব দিয়েছে । মঙ্গলবারই মোদি – হাসিনার বৈঠকে বিষয়টি সামনে উঠে আসে । তিন বছর আগের চুক্তি অনুসরণ করে বাংলাদেশকে দ্রুততার সাথে রাডার সিস্টেম বসাতে অনুরোধ জানিয়েছে । জল সীমানায় সুরক্ষার প্রশ্নেই ইন্দো বাংলা ওই চুক্তিপত্রে সই করেছিল ২০১৯ সালে । ওই বছর শেখ হাসিনার ভারত সফরের সময়েই সেই চুক্তি স্বাক্ষর হয় । এই বছরের শুরুর দিকে ভারত একই রকমের কোস্টাল রাডার সার্ভেইলেন্স সিস্টেম মালদ্বীপকে সরবরাহ করেছিল । এদিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য সেনা বাহন সরবরাহ করবে ভারত । এই লক্ষ্যে আগেই উভয় দেশ আলোচনা প্রক্রিয়া শুরু করে । বাংলাদেশ গাড়ি আমদানি করার প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করায় ভারত অভিনন্দন জানিয়েছে । উভয় দেশ যৌথ বিবৃতিতে বলেছে , প্রতিরক্ষা চুক্তি মজবুত করার লক্ষ্যে দুই দেশই সামনের দিকে তাকিয়ে আছে । উভয় পক্ষই একে অপরের স্বার্থের বিষয়টি সামনে রেখে যৌথভাবে পথ চলতে চাইছে বলেও উল্লেখ করা হয়েছে । এদিকে , প্রতিরক্ষা ক্ষেত্রের বাইরে গিয়ে অন্যান্য ক্ষেত্রেও সম্পর্ক জোরদার করতে চাইছে ভারত বাংলাদেশ । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সরবরাহ ব্যবস্থায় আচমকা ব্যাঘাত ঘটানোর প্রক্রিয়া বিষয়টি উত্থাপন করেছেন । বাংলাদেশে ওই সব খাদ্যসামগ্রীর সরবরাহ ব্যবস্থা যেন বজায় থাকে তার লক্ষ্যে ভারতের কাছে নিশ্চয়তা চেয়েছে । বাংলাদেশ চাল , গম , চিনি , পেঁয়াজ , আদা এবং রসুনের সরবরাহ ব্যবস্থা নিয়মিত রাখতে ভারতীয় পক্ষকে অনুরোধ জানিয়েছে । ভারতের তরফে গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে । দেশের বাজারে সরবরাহ ব্যবস্থা সঠিক থাকলে প্রতিবেশী দেশকে পর্যাপ্ত পণ্য দেওয়ার নিশ্চয়তাও দেওয়া হয়েছে । দেশের বাজারে পেঁয়াজ সঙ্কটের প্রেক্ষিতে ২০২০ সালে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় । তাতে বাংলাদেশে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় । এদিকে , সীমান্ত ব্যবস্থাপনাতেও উভয় দেশ একই দিশায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছে । দুই রাষ্ট্রনেতাই জিরো লাইনের ১৫০ গজের মধ্যে যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড দ্রুততার সাথে শেষ করতে উভয় দেশের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন । ত্রিপুরা ও বাংলাদেশ সীমান্তে অসমাপ্ত ফেন্সিংয়ের কাজ শেষ করতেও গুরুত্বারোপ করা হয়েছে । অপরাধমুক্ত সীমান্ত এবং শান্তি সম্প্রীতি নিশ্চিত করতেই এমনটা বলা হয়েছে । সীমান্তে মৃত্যুর সংখ্যা কমে আসায় উভয় রাষ্ট্রনেতাই সন্তুষ্টি ব্যক্ত করেছেন । এই সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যেও তারা আর্জি রেখেছেন । সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা নিয়েও তারা সন্তুষ্টি ব্যক্ত করেছেন । সন্ত্রাসবাদ দমনেও উভয় দেশ আরও দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধ কাজের অঙ্গীকার করেছে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

9 mins ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

14 mins ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

24 mins ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

28 mins ago

শিক্ষক সংকটে ধুঁকছে স্কুল,তলানিতে ছাত্র সংখ্যা।।

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার অস্তিত্ব সংকটে। সরকারী স্কুলগুলিতে নিয়মিত পড়াশোনা হচ্ছে না। গত ১০…

31 mins ago

২ ঘণ্টায় ৮৩টি ডাকাতি, ৪৮ ঘণ্টায় ৭৩টি ‘ধর্ষণ!!

অনলাইন প্রতিনিধি :-লাগাতার চুরি, ছিনতাই। মহিলারাও কোনোভাবে সুরক্ষিত নন। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে…

33 mins ago