প্রতিরক্ষাক্ষেত্রে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক চাইলেন মোদি-হাসিনা

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের আরও দৃঢ় সম্পর্ক চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । উভয় রাষ্ট্রনেতাই দুই দেশই উপকৃত হতে পারে এসব প্রতিরক্ষা চুক্তিগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নে সম্মত হয়েছেন । সে অনুসারে হাসিনার বর্তমান ভারত সফরে সে দেশের উপকূল সীমানায় নজরদারি রাডার বসানোর প্রক্রিয়া বাস্তবায়নে গুরুত্ব দিয়েছে । মঙ্গলবারই মোদি – হাসিনার বৈঠকে বিষয়টি সামনে উঠে আসে । তিন বছর আগের চুক্তি অনুসরণ করে বাংলাদেশকে দ্রুততার সাথে রাডার সিস্টেম বসাতে অনুরোধ জানিয়েছে । জল সীমানায় সুরক্ষার প্রশ্নেই ইন্দো বাংলা ওই চুক্তিপত্রে সই করেছিল ২০১৯ সালে । ওই বছর শেখ হাসিনার ভারত সফরের সময়েই সেই চুক্তি স্বাক্ষর হয় । এই বছরের শুরুর দিকে ভারত একই রকমের কোস্টাল রাডার সার্ভেইলেন্স সিস্টেম মালদ্বীপকে সরবরাহ করেছিল । এদিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য সেনা বাহন সরবরাহ করবে ভারত । এই লক্ষ্যে আগেই উভয় দেশ আলোচনা প্রক্রিয়া শুরু করে । বাংলাদেশ গাড়ি আমদানি করার প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করায় ভারত অভিনন্দন জানিয়েছে । উভয় দেশ যৌথ বিবৃতিতে বলেছে , প্রতিরক্ষা চুক্তি মজবুত করার লক্ষ্যে দুই দেশই সামনের দিকে তাকিয়ে আছে । উভয় পক্ষই একে অপরের স্বার্থের বিষয়টি সামনে রেখে যৌথভাবে পথ চলতে চাইছে বলেও উল্লেখ করা হয়েছে । এদিকে , প্রতিরক্ষা ক্ষেত্রের বাইরে গিয়ে অন্যান্য ক্ষেত্রেও সম্পর্ক জোরদার করতে চাইছে ভারত বাংলাদেশ । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সরবরাহ ব্যবস্থায় আচমকা ব্যাঘাত ঘটানোর প্রক্রিয়া বিষয়টি উত্থাপন করেছেন । বাংলাদেশে ওই সব খাদ্যসামগ্রীর সরবরাহ ব্যবস্থা যেন বজায় থাকে তার লক্ষ্যে ভারতের কাছে নিশ্চয়তা চেয়েছে । বাংলাদেশ চাল , গম , চিনি , পেঁয়াজ , আদা এবং রসুনের সরবরাহ ব্যবস্থা নিয়মিত রাখতে ভারতীয় পক্ষকে অনুরোধ জানিয়েছে । ভারতের তরফে গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে । দেশের বাজারে সরবরাহ ব্যবস্থা সঠিক থাকলে প্রতিবেশী দেশকে পর্যাপ্ত পণ্য দেওয়ার নিশ্চয়তাও দেওয়া হয়েছে । দেশের বাজারে পেঁয়াজ সঙ্কটের প্রেক্ষিতে ২০২০ সালে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় । তাতে বাংলাদেশে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় । এদিকে , সীমান্ত ব্যবস্থাপনাতেও উভয় দেশ একই দিশায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছে । দুই রাষ্ট্রনেতাই জিরো লাইনের ১৫০ গজের মধ্যে যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড দ্রুততার সাথে শেষ করতে উভয় দেশের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন । ত্রিপুরা ও বাংলাদেশ সীমান্তে অসমাপ্ত ফেন্সিংয়ের কাজ শেষ করতেও গুরুত্বারোপ করা হয়েছে । অপরাধমুক্ত সীমান্ত এবং শান্তি সম্প্রীতি নিশ্চিত করতেই এমনটা বলা হয়েছে । সীমান্তে মৃত্যুর সংখ্যা কমে আসায় উভয় রাষ্ট্রনেতাই সন্তুষ্টি ব্যক্ত করেছেন । এই সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যেও তারা আর্জি রেখেছেন । সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা নিয়েও তারা সন্তুষ্টি ব্যক্ত করেছেন । সন্ত্রাসবাদ দমনেও উভয় দেশ আরও দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধ কাজের অঙ্গীকার করেছে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

2 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

2 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

2 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

2 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

1 day ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

1 day ago