প্রতিরক্ষাক্ষেত্রে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক চাইলেন মোদি-হাসিনা

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের আরও দৃঢ় সম্পর্ক চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । উভয় রাষ্ট্রনেতাই দুই দেশই উপকৃত হতে পারে এসব প্রতিরক্ষা চুক্তিগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নে সম্মত হয়েছেন । সে অনুসারে হাসিনার বর্তমান ভারত সফরে সে দেশের উপকূল সীমানায় নজরদারি রাডার বসানোর প্রক্রিয়া বাস্তবায়নে গুরুত্ব দিয়েছে । মঙ্গলবারই মোদি – হাসিনার বৈঠকে বিষয়টি সামনে উঠে আসে । তিন বছর আগের চুক্তি অনুসরণ করে বাংলাদেশকে দ্রুততার সাথে রাডার সিস্টেম বসাতে অনুরোধ জানিয়েছে । জল সীমানায় সুরক্ষার প্রশ্নেই ইন্দো বাংলা ওই চুক্তিপত্রে সই করেছিল ২০১৯ সালে । ওই বছর শেখ হাসিনার ভারত সফরের সময়েই সেই চুক্তি স্বাক্ষর হয় । এই বছরের শুরুর দিকে ভারত একই রকমের কোস্টাল রাডার সার্ভেইলেন্স সিস্টেম মালদ্বীপকে সরবরাহ করেছিল । এদিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য সেনা বাহন সরবরাহ করবে ভারত । এই লক্ষ্যে আগেই উভয় দেশ আলোচনা প্রক্রিয়া শুরু করে । বাংলাদেশ গাড়ি আমদানি করার প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করায় ভারত অভিনন্দন জানিয়েছে । উভয় দেশ যৌথ বিবৃতিতে বলেছে , প্রতিরক্ষা চুক্তি মজবুত করার লক্ষ্যে দুই দেশই সামনের দিকে তাকিয়ে আছে । উভয় পক্ষই একে অপরের স্বার্থের বিষয়টি সামনে রেখে যৌথভাবে পথ চলতে চাইছে বলেও উল্লেখ করা হয়েছে । এদিকে , প্রতিরক্ষা ক্ষেত্রের বাইরে গিয়ে অন্যান্য ক্ষেত্রেও সম্পর্ক জোরদার করতে চাইছে ভারত বাংলাদেশ । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সরবরাহ ব্যবস্থায় আচমকা ব্যাঘাত ঘটানোর প্রক্রিয়া বিষয়টি উত্থাপন করেছেন । বাংলাদেশে ওই সব খাদ্যসামগ্রীর সরবরাহ ব্যবস্থা যেন বজায় থাকে তার লক্ষ্যে ভারতের কাছে নিশ্চয়তা চেয়েছে । বাংলাদেশ চাল , গম , চিনি , পেঁয়াজ , আদা এবং রসুনের সরবরাহ ব্যবস্থা নিয়মিত রাখতে ভারতীয় পক্ষকে অনুরোধ জানিয়েছে । ভারতের তরফে গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে । দেশের বাজারে সরবরাহ ব্যবস্থা সঠিক থাকলে প্রতিবেশী দেশকে পর্যাপ্ত পণ্য দেওয়ার নিশ্চয়তাও দেওয়া হয়েছে । দেশের বাজারে পেঁয়াজ সঙ্কটের প্রেক্ষিতে ২০২০ সালে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় । তাতে বাংলাদেশে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় । এদিকে , সীমান্ত ব্যবস্থাপনাতেও উভয় দেশ একই দিশায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছে । দুই রাষ্ট্রনেতাই জিরো লাইনের ১৫০ গজের মধ্যে যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড দ্রুততার সাথে শেষ করতে উভয় দেশের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন । ত্রিপুরা ও বাংলাদেশ সীমান্তে অসমাপ্ত ফেন্সিংয়ের কাজ শেষ করতেও গুরুত্বারোপ করা হয়েছে । অপরাধমুক্ত সীমান্ত এবং শান্তি সম্প্রীতি নিশ্চিত করতেই এমনটা বলা হয়েছে । সীমান্তে মৃত্যুর সংখ্যা কমে আসায় উভয় রাষ্ট্রনেতাই সন্তুষ্টি ব্যক্ত করেছেন । এই সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যেও তারা আর্জি রেখেছেন । সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা নিয়েও তারা সন্তুষ্টি ব্যক্ত করেছেন । সন্ত্রাসবাদ দমনেও উভয় দেশ আরও দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধ কাজের অঙ্গীকার করেছে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

21 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

22 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago