প্রতিশ্রুতি খেলাপ

এই খবর শেয়ার করুন (Share this news)

ক্ষমতা দখলই যেন শেষ কথা রাজনীতিকদের জন্য । সব কয়টা রাজনৈতিক দলেরই এই চরিত্র রহিয়াছে সারা দেশে । দেশবাসী যাহাকে ভোট দিতেছেন সিংহভাগ ক্ষেত্রে ওই ভোট প্রার্থীর প্রতি সম্পূর্ণ ভরসা করিয়া নিশ্চিন্ত হইয়া দিতেছেন এমন নহে । ওই ভোট প্রার্থীকে ভোট দিতেছেন কারণ তাহার বিপরীতে যিনি রহিয়াছেন তিনি অতীতে মানুষকে হতাশ করিয়াছেন বা বিশ্বাস বা প্রতিশ্রুতি ভঙ্গ করিয়াছেন । দিনে দিনে দেশের মানুষ বদ্ধমূল ধারণা লইয়াছেন , দেশের মন্ত্রী মানেই তিনি হইবেন প্রতিশ্রুতি ভঙ্গকারী । ভোট আসিলে তাঁহারা মরশুমী পাখির মতন ঘরের দুয়ারে আসিয়া জুটিবেন ।

মানুষের চোখের জল মুছিয়া দিবেন রুমাল দিয়া , সম্ভবক্ষেত্রে পরিবারের ছোট্ট শিশুটির নাকের সিকনিও মুছাইয়া দিবেন ভোটের নিশ্চয়তা বুঝিলে । এই নেতারাই পাঁচ বছর নিজেকে লইয়া ব্যস্ত থাকিবেন । প্রতিশ্রুত মানুষগুলির সঙ্গে দেখা হইলে মিথ্যা প্রবোধ দিয়া গা বাঁচাইবেন । কিন্তু শেষতক কি বাঁচিতে পারিবেন ? সারা দেশের গণতান্ত্রিক ভোট ব্যবস্থায় জনগণ দিনে দিনে বুঝিতেছেন প্রতিশ্রুতি খেলাপ এখন রাজনৈতিক দলগুলির প্যাশন ফ্যাশন হইয়া গিয়াছে । মানুষকে ঠকাইয়া ভোটে জেতা এখন বুঝি আর দোষের নয় ।শুধু তাই নয় , মানুষ সম্যক জানিয়াছেন , রাজনীতিকদের নৈতিকতা অনেক আগেই ফুরাইয়া গিয়াছে ।

দেখা গিয়াছে দেশের সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে যখনই এই ধরনের সঙ্কট দেখা দেয় , বিশ্বসের অভাব দেখা দেয় তখন মানুষের বিবেক ময়দানে অবতীর্ণ হইয়া থাকে আমাদের আদালত। এইবারও তাহার ব্যত্যয় ঘটিল না । ভোটের প্রতিশ্রুতি লইয়া কেন্দ্রীয় সরকারের মতামত জানিতে চাইল সুপ্রিম কোর্ট । দলগুলি যখন অযৌক্তিক প্রতিশ্রুতি লইয়া মানুষের কাছে ভোট চাইতে যায় তখন কেন্দ্রীয় সরকার কেন নীরব থাকে এই প্রশ্ন তুলিয়া সর্বোচ্চ আদালত এই ঘটনাটিকে মারাত্মক বলিয়া অভিহিত করিল । জানিতে চাহিয়াছে এই ধরনের প্রতিশ্রুতি বিলির ক্ষেত্রে অর্থ কমিশনের হস্তক্ষেপ করিবে কি না ?প্রসঙ্গত , এই ইস্যুতে নির্বাচন কমিশন আদালতকে আগেই জানাইয়া দিয়াছে দলগুলির প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি খেলাপ লইয়া তাহাদের কিছুই করার নাই ।

শীর্ষ আদালত এইবার কেন্দ্রীয় সরকারের কাছে জানিতে চাহিয়াছে , তাহারাও এই ঘটনাকে গুরুতর বলিয়া ভাবিতেছেন কিনা ! আদালতের এই প্রশ্ন যে দেশের মানুষের বিবেকের প্রশ্ন তাহাতে কোনও সন্দেহ নাই । কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষে মিথ্যা প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি খেলাপকে সঠিক নয় বলা সহজ হইলেও গুরুতর বলা কি সহজ হইবে ? কারণ দেশের সরকার , অর্থাৎ কেন্দ্রের সরকার যাহারা চালাইতেছেন প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারও প্রতি বৎসর দুই কোটি মানুষের চাকরি- কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়াছে । অহরহ বলিয়াছেন, তেলের দাম জ্বালানির মূল্য কমাইয়া দেওয়া হইবে ।

দেশের বুদ্ধিমান মানুষ জানিতেন এইগুলি হইবার নয় । সম্ভব নয় । অন্তত তেলের দাম , জ্বালানির মূল্য আজ একটা দেশের পক্ষে বিচ্ছিন্নভাবে কমাইয়া রাখা সম্ভব নহে । তবে বাড়াইয়া রাখা সম্ভব । যাহা করিতেছে আমাদের দেশের সরকার । – আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম থাকিলেও দেশে তেলের দাম কমে না কোনও রাজ্য বা রাজ্যগুচ্ছের নির্বাচন দুয়ারে কড়া না নাড়িলে । অতএব কেন্দ্রীয় সরকারের পক্ষে প্রতিশ্রুত কালা টাকা বিদেশ হইতে ফিরাইয়া আনিয়া দেশের সকল নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া যেমন সম্ভব নহে তেমনি এই সকল প্রতিশ্রুতিগুলিকেও গুরুতর বলা সম্ভব নয় । তথাপিও সরকার তো জনগণের সরকার ।

তাই শীর্ষ আদালতের এই প্রশ্নের কোনও না কোনও জবাব তো সরকারকে দিতেই হইবে । সেই জবাব কী হয় উহা দেখিতে শুনিতে অধীর অপেক্ষায় থাকিবে এই দেশের জনগণ ।কারণ এই জবাবের সহিত জুড়িয়া থাকিবে রাজনৈতিক নৈতিকতা , আদর্শ আর দেশের প্রতি নিষ্ঠা । প্রসঙ্গক্রমে এই রাজ্যেও গুচ্ছের প্রতিশ্রুতি দিয়া মানুষের মন ভিজাইয়া ক্ষমতায় আসিয়াছে একটা সরকার । সেই গুচ্ছ প্রতিশ্রুতির পোশাকি নাম হইল ভিশন ডকুমেন্ট । তদান্তীন্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির হাতে এই ভিশন ডকুমেন্টের উদ্বোধন হইয়াছিল ।

কর্মচারীদের কেন্দ্রীয় হারে ভাতা বেতনক্রম , বৎসরে ৫০ হাজার বেকারের চাকরি কর্মসংস্থান , সামাজিক ভাতা মাসিক ২০০০ টাকার মতন মনমোহিনী কয়েকশত প্রতিশ্রুতি রহিয়াছে তাহাতে । সেই সকল প্রতিশ্রুতির কিছুমাত্র পূরণ হয় নাই । সরকারের মেয়াদ রহিয়াছে আরও ছয়মাস । এই সময়ে এই সকল দেয় প্রতিশ্রুতি পালন কোনওভাবেই সম্ভব বলিয়া দেখিতেছেন না রাজ্যের মানুষ । এই প্রকার প্রতিশ্রুতি প্রায় সকল রাজ্যে সকল দলের তরফেই দেওয়া রহিয়াছে , প্রতিশ্রুতিদাতা দলগুলি তাহাদের প্রতিশ্রুতি খেলাপ লইয়াই আরও কিছু নূতন প্রতিশ্রুতি দিয়া থাকে মানুষকে , আবার ভোট প্রার্থনা করিয়া থাকে ক্ষমতায় ফিরিবার লোভে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

11 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

11 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

14 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

14 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

14 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

14 hours ago