প্রতিষ্ঠানবিরোধী ফ্যাক্টর নেই নির্বাচনে: মুখ্যমন্ত্রী!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই প্রথম প্রতিষ্ঠানবিরোধী ফ্যাক্টর নেই। কিছু নেই বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজের প্রেক্ষিতেই ইস্যুহীন বিরোধীরা।বৃহস্পতিবার টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ৩৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী ডা.মানিক সাহা।পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে ওই সমাবেশের আয়োজন করা হয়।মুখ্যমন্ত্রী ডা. সাহা এদিন কংগ্রেস সিপিএমের গণতন্ত্রের ডাক দেওয়ার প্রসঙ্গে অতীতের কোন সন্ত্রাসের কথা মেলে ধরেন। তিনি বলেন, বাম জমানায় এবং জোট আমলে কী গণতন্ত্র ছিল তা সবার জানা। বামেদের আমলে তাদের মন্ত্রী, বিধায়ক, পরিমল সাহা, এসডিএম শুকরাম দেববর্মাসহ অনেকেই খুন হয়েছেন।মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এই ছিল গণতন্ত্র?তিনি বলেন, আগে ডাক্তার কিংবা ইঞ্জিনীয়ার যাই হোক না কেন, মানুষের মূল্যায়ন ছিল না।
তাদের দলে নাম লেখালেই তাকে গণ্য করা হতো ট্রান্সফারের ভয় দেখিয়ে দাবিয়ে রাখা হয়েছে আওয়াজ।যেকোনও কমিটি, তা সে খিচুড়ির কমিটি হলেও তাদের দলের লোকেদের নাম থাকতে হবে।স্কুল, কলেজগুলিতে ছিল অস্থিরতার পরিবেশ।ছাত্ররা স্কুলে যেতেও ভয় পেত।এই ছিল বামেদের জমানার গণতন্ত্র।মুখ্যমন্ত্রী বলেন,হাতে কিছু নেই, তাই গণতন্ত্রের বুলি আওড়াচ্ছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের উভয় লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন। ভরাডুবি ঘটবে বাম-কংগ্রেস জোটের। মুখ্যমন্ত্রী বলেন, আসন্ন লোকসভা নির্বাচনকে সাধারণ একটি নির্বাচন হিসেবে ধরে নিলে ভুল হবে। এই নির্বাচনের বিশাল তাৎপর্য রয়েছে। আগামী একশ বছরে দেশ কোন্ দিশায় হাঁটবে তা নির্ভর করবে এই নির্বাচনের উপর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্তিশালী হলেই এই বিষয়টি সম্ভবপর হবে। শক্তিশালী হবে দেশের কাঠামো।এবার্দো আল দিনের সমাবেশে ছিলেন বিজেপি সদর শহর অঞ্চল জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, টাউন বড়দোয়ালী মণ্ডলের বিজেপি সভাপতি সঞ্জয় সাহা,৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলক রায় সহ স্থানীয় নেতৃত্ব।এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন দল ছেড়ে বেশ কয়েকজন ভোটার পদ্ম শিবিরে যোগ দেন।এদিন টাউন বড়দোয়ালীর ৩৩ এবং ৩৪ নম্বর ওয়ার্ডেও নির্বাচনি সমাবেশে অংশ নেন মুখ্যমন্ত্রী।

Dainik Digital

Recent Posts

নেপালে পর পর দুটি ভূমিকম্প!!

অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…

1 hour ago

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

11 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

11 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

11 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

11 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

11 hours ago