প্রতি গ্রামে ১ কোটি টাকা, ঘোষণা অমিত শাহের!!

অনলাইন প্রতিনিধি :-ছত্রিশগঢ়ের প্রতিটি গ্রামকে যদি নকশালমুক্ত ঘোষণা করা যায়, তাহলেই মিলবে বড় পুরস্কার—প্রতিটি গ্রাম পিছু এক কোটি টাকা। শনিবার দান্তেওয়াড়ায় একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে এই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের বক্তব্য , এই অর্থ গ্রামের বিকাশ ও নকশালদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার কাজে ব্যবহার করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী আগেই লক্ষ্য স্থির করেছেন—২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে সম্পূর্ণ নকশালমুক্ত করতে হবে। সেই লক্ষ্যে এগোতেই গ্রাম পিছু ১ কোটি টাকা পুরস্কারের কথা ঘোষণা করেছেন তিনি। আত্মসমর্পণকারী নকশালদের পুনর্বাসন ও বিকাশই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।