‘প্রতি ঘরে সুশাসন’ অভিযানের সমাপ্তি

এই খবর শেয়ার করুন (Share this news)

নির্বাচন আসবে যাবে, কিন্তু যে কাজ আমাদেরকে দেওয়া হয়েছে সে কাজ সুনিপুণভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করছে আমাদের সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন কথা অনুযায়ী কাজ করেন সেই দিশায় রাজ্য সরকারও কাজ করে চলেছে প্রতিনিয়ত। প্রধানমন্ত্রীর দেখানো সেই পথকে পাথেয় করেই রাজ্য সরকারও যা বলেছে তাই করেছে। বিভিন্নভাবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে প্রত্যেকের সমস্যা সমাধান করার লক্ষ্যেই কাজ করছি আমরা।

রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং প্রেক্ষাগৃহে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত সুশাসন দিবস উদযাপন এবং প্রতিঘরে সুশাসন অভিযানের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
উল্লেখ্য, গত ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্যের সমস্ত মানুষের মধ্যে বিভিন্ন সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘প্রতি ঘরে সুশাসন’ অভিযান শুরু করা হয়েছিল রাজ্য সরকারের তরফে।

রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ‘প্রতি ঘরে সুশাসন’ অভিযানের সমাপ্তি হয়।
এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেব্বর্মন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, মেয়র দীপক মজুমদার, মুখ্যসচিব জে.কে সিনহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিনের এই অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানমঞ্চে উপস্থিত সকলেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর ছবির সামনে ফুল অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
এই অনুষ্ঠানে গত ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া ‘প্রতি ঘরে সুশাসন’ অভিযানের রিপোর্ট কার্ড পেশ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই অভিযানের মাধ্যমে রাজ্যের ৮টি জেলায় প্রায় ২৩ লক্ষ্যাধিক জনগন উপকৃত হয়েছেন।

পাশাপাশি ‘আমার সরকার’ ওয়েব পোর্টাল এর জনসচেতনতামূলক প্রচারপত্রেরও আবরণ উন্মোচন করেন। এছাড়াও রিমোটের বোতাম টিপে ‘আমার সরকার’ মোবাইল অ্যাপ-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এই মোবাইল অ্যাপ এর মাধ্যমে বিভিন্ন সমস্যা সরাসরি সরকারের সম্মুখে তুলে ধরতে পারবে প্রত্যেকেই। বিশেষ করে রাজ্যের গ্রামীণ এলাকার মানুষের সমস্যা নিরসনে সহায়ক হবে এই অ্যাপ।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

18 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

18 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

19 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

19 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

20 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

20 hours ago