প্রতি বছর আকারে বাড়ে, ‘জীবন্ত পাথর’ রোমানিয়ায়!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-দেখতে যেন পাথুরে বুদবুদ।এক-একটির বয়স নাকি ৬০ লক্ষ বছর।আয়তনে তাদের কোনওটি হাতের মুঠোয় বন্দি করা যায়,কোনওটির উচ্চতা সাড়ে ৪ মিটার।রোমানিয়া জুড়ে এ ধরনের অসংখ্য পাথর ছড়িয়ে রয়েছে।স্থানীয়দের দাবি,বুদবুদের মতো দেখতে এই পাথরগুলি প্রতি হাজার বছরে সর্বোচ্চ ২ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায়। কারও আবার দাবি, প্রতি ১২০০ বছরে ৪-৫ সেন্টিমিটার বাড়ে।এক-একটি পাথরকে ‘ট্রোভ্যান্ট’ নামে ডাকা হয়।বিজ্ঞানীরা জানিয়েছেন,এটি হল জার্মান শব্দ ‘স্যান্ডস্টাইনকনক্রেশনেন’-এর সমনাম।যার অর্থ সিমেন্ট দিয়ে জোড়া বালুকণা। রোমানিয়ার কসটেস্টি নামে একটি ছোট গ্রামে এই ধরনের অসংখ্য পাথর পাওয়া যায়। দেশের রাজধানী বুখারেস্ট থেকে গ্রামটির দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার।তবে ওই গ্রামের পাশাপাশি রোমানিয়ার অন্তত ২০টি জায়গাতেও এমন পাথর ছড়িয়ে রয়েছে। জিয়োলজিক্যাল ইনস্টিটিউট অফ রোমানিয়ার সঙ্গে যুক্ত মিরসিয়া টিকলিয়ানু ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেল অনলাইন’-কে বলেন, রোমানিয়ায় নানা বয়সের ট্রোভ্যান্ট রয়েছে।মাটি থেকে এগুলির উৎপত্তি হয়নি। প্রাকৃতিক কারণে বিভিন্ন ভৌগোলিক সময় এগুলি তৈরি হয়ে গিয়েছে।কতগুলিকে আবার বালির খাদেও দেখা যায়।টিকলিয়ানু আরও বলেন,’রোমানিয়ার ভৌগোলিক সাহিত্যে সর্বপ্রথম ‘ট্রোভ্যান্ট’ শব্দের ব্যবহার দেখা গিয়েছিল।’প্রায় গোলাকার বা অর্ধবৃত্তাকার এই ট্রোভ্যান্টগুলি আসলে বালুকণার আস্তরণে ঢাকা বেলেপাথর।যা পাথরের উপরে ঢাকনার মতো আস্তরণ তৈরি করেছে।প্রশ্ন হল, পাথরগুলি কি সত্যিই বাড়ে?বিজ্ঞানীদের মতে, বৃষ্টির জলে থাকা খনিজ পদার্থের সঙ্গে বিক্রিয়ায় ট্রোভ্যান্টের ভিতর অত্যধিক চাপ তৈরি হয়।যার জেরে পাথরগুলি ফুলেফেঁপে বহু গুণ হয়ে ওঠে।যেন সেগুলির বৃদ্ধি হয়েছে।সেটা দেখেই স্থানীয়দের মধ্যে এমন বিশ্বাস তৈরি হয় যে, এগুলি ‘জীবন্ত পাথর’।পাথরগুলিকে কাটার পর এর মধ্যে গাছের গুড়ির মতো বৃত্তাকার রিং দেখা গেছে।ওই চক্র দেখেই পাথরগুলির বয়স অনুমান করা যায়,যেমনটা করা যায় বৃক্ষের ক্ষেত্রে।তবে সময়ের সঙ্গে সঙ্গে ট্রোভ্যান্টগুলির চেহারায় বদল দেখা গেছে। বৈজ্ঞানিকদের মতে, এগুলিকে সে অর্থে ‘জীবন্ত’ বলা যায় না।তবে স্থানীয় বা পর্যটকেরা এগুলিকে ‘জীবন্ত’ বলেই বর্ণনা দেন।রোমানিয়ার কার্পাথিয়ান এলাকায় এমন অসংখ্য পাথরের দেখা মিললেও ট্রোভ্যান্টগুলি দেখতে কসটেস্টি গ্রামেই বেশি ভিড় হয় কারণ এই গ্রামের ট্রোভ্যান্টগুলি রোমানিয়ার অন্যান্য জায়গার পাথরের তুলনায় আকারে বড়।কোনওটি গোলাকার, কোনওটির আবার আকৃতি ডিম্বাকার।অনেকগুলি পাথরের পাশে আবার সেটির ‘যমজ’ ট্রোভ্যান্ট দেখা যায়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

বাতিল করলেন তিন দেশের সফর প্রধানমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…

31 mins ago

পাকিস্তানে নিহত বেড়ে ২৬!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…

1 hour ago

কৃষকের মাঝেই ঈশ্বরের অবস্থান: রতন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান!!

অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…

1 hour ago

বিভিন্ন শহরের সমস্ত ফ্লাইট বাতিল করেছে ভারতীয় বিমান সংস্থা!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান সংস্থাগুলি জম্মু…

2 hours ago

সিদুঁরের মধ্যে সীমান্তে পাক সেনার গোলাবর্ষণ, মৃত্যু ৩!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মধ্যে পুঞ্চের মেধর এলাকায় বিনা প্ররোচনায় গোলাবর্ষণ…

2 hours ago

নয় ঘাটির কোনটায় চলত প্রশিক্ষণ, কোথাও জঙ্গি হাসপাতাল!!

অনলাইন প্রতিনিধি :-পাক অধ্যুষিত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশের নির্দিষ্ট জায়গায় ভয়াবহ হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।…

3 hours ago