প্রতি রাতেই হাতির তান্ডবে অতিষ্ঠ তেলিয়ামুড়াবাসী!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বন্য হাতির আক্রমনে অতিষ্ঠ তেলিয়ামুড়া মহকুমা এলাকার সাধারণ মানুষজন। প্রায় প্রতিদিনই রাতের অন্ধকারে বিভিন্ন গ্রামীণ এলাকায় বাড়ি ঘরে বন্য হাতির দল তাণ্ডব চালাচ্ছে। এর ফলে সর্বস্বান্ত হচ্ছে ওইসব এলাকার হতদরিদ্র সাধারণ লোকজন। অন্যদিকে বন্য হাতির দল প্রতিনিয়ত তাণ্ডব চালালেও বনদপ্তর কোন এক অজ্ঞাত কারণে সমস্যা নিরসনে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ।
বুধবার গভীর রাতেও বন্য হাতির দল বালু ছড়া এলাকায় তাণ্ডব চালায়। এলাকার বাসিন্দা হতদরিদ্র ক্ষীরোদ শীলের বাড়িতে বন্য হাতির দল ঢুকে ঘর ভেঙ্গে ফেলে এবং ঘরে মজুদ রাখা ১২ মণ ধান নিয়ে যায় বলে অভিযোগ। পরবর্তীতে এলাকার লোকজনের সম্মিলিতভাবে দীর্ঘ প্রচেষ্টার পর প্রায় দুই ঘন্টা পর বন্য হাতির দল এলাকার ছাড়ে। এই ঘটনায় মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবিলম্বে দাবি উঠছে নিত্য দিনের বন্যহাতির সমস্যা নিরসনে দপ্তর কিংবা প্রশাসন অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার।