প্রথমবার মক্কায় সক্রিয় অংশ নিচ্ছেন মহিলারা

 প্রথমবার মক্কায় সক্রিয় অংশ নিচ্ছেন মহিলারা
এই খবর শেয়ার করুন (Share this news)

মক্কায় প্রথমবারের মতো হজযাত্রীদের পরিবহণ সেবায় যুক্ত হল জেনারেল কার সিন্ডিকেটের মহিলারা । সৌদি আরবে সিন্ডিকেট হল একটি নির্বাহী সংস্থা , যা অনুমোদিত কোম্পানির মাধ্যমে হজযাত্রীদের পরিবহণের ব্যবস্থা করে । নয় দশক আগে এটি প্রতিষ্ঠিত হয়েছে । খাদিজা ফিদা একজন সাংবাদিক এবং সিন্ডিকেটের কন্টেন্ট ক্রিয়েটর বলেছেন , ‘ আমি বাবাকে এই সেক্টরে কাজ করতে দেখেছি । আমার ভাই এবং স্বামীও করছেন । এখন থেকে আমিও করব । ‘ তিনি বলেন , সৌদি ভিশন প্রকল্পে ২০৩০ সালে দেশের সিংহভাগ মহিলারা সক্রিয়ভাবে অংশ নেবেন ।

মহিলারা এখন কাজ করছে , বিশেষ করে সরকারি সব সেক্টরে । খাদিজা ফিদা বলেছেন , ‘ আজ আমি সিন্ডিকেটের প্রতিনিধিত্ব করছি , জনসংযোগ করছি , হজের সময় পরিবহণ তথ্য কেন্দ্রের সাফল্য পর্যবেক্ষণ করছি । আমি মক্কার একজন মহিলা হিসাবে হজযাত্রীদের পরিবহণ সিন্ডিকেটে কাজ করে গর্ব এবং সম্মানিত বোধ করছি । এই সিন্ডিকেট হজ সফলভাবে সম্পন্ন করতে এবং হজযাত্রীদের নিরাপদ পরিবহণে ব্যাপক এবং সক্রিয়ভাবে অবদান রাখবে । ‘ সিন্ডিকেটের তথ্য কেন্দ্রের গ্রাহক পরিষেবা বিশেষজ্ঞ মারবাত হাবহাব জানান , দিন দিন নারীদের ভূমিকা আরও লক্ষ্যণীয় এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে । তিনি বলেন , ‘ আমার লক্ষ্য প্রয়োজনের ওপর ভিত্তি করে প্রত্যেক সুবিধাভোগীর যোগাযোগ করা এবং তাদের পরিস্থিতি মোকাবেলা করা ।

‘ তিনি আরও বলেন , ‘ হজযাত্রীদের সেবা দেওয়া একটি সম্মানজনক কাজ । এক সময় এই পরিষেবা প্রদান শুধু পুরুষের মধ্যে সীমাবদ্ধ ছিল । এই সময়ে , আমি মক্কার একজন মহিলা হিসাবে গুরুত্বপূর্ণ এবং সক্রিয় ভূমিকা পালন করার সুযোগ পেয়েছি । ‘ মারবাত হাবহাবের সঙ্গে সিন্ডিকেটের তথ্য কেন্দ্রে কাজ করছেন বিনান বাসনান । তিনি বলেন , ‘ আমি জেনারেল কারস সিন্ডিকেটের মতো একটি বড় প্রতিষ্ঠানে কাজ করতে পেরে গর্বিত এবং সম্মানিত বোধ করছি যেটি হজযাত্রীদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা এবং অভিযোগ পাওয়ার মাধ্যমে হজ যাত্রায় সেবা দেয় । ‘ তিনি বলেন , ‘ আমার খুব ভাল লাগছে যে এখন হজের সময় মহিলারা পেশাগত অনেক কাজের সুযোগ পাচ্ছেন এবং তাতে অংশ নিচ্ছেন । আশা করছি , এর জন্য আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন । আর ধন্যবাদ আমাদের সরকারকে , যিনি আমাদের এত বড় সুযোগ দিয়েছেন । ‘ বিভিন্ন দেশের লাখ লাখ মুসলিম জড়ো হতে শুরু করেছেন পবিত্র মক্কায় । কাবা শরীফের ভিতর বিশেষ করে মক্কার মূল মসজিদ স্যানিটাইজ বা জীবাণুমুক্ত করতে কাজ করছে ১১ টি বিশেষ রোবট ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.