মক্কায় প্রথমবারের মতো হজযাত্রীদের পরিবহণ সেবায় যুক্ত হল জেনারেল কার সিন্ডিকেটের মহিলারা । সৌদি আরবে সিন্ডিকেট হল একটি নির্বাহী সংস্থা , যা অনুমোদিত কোম্পানির মাধ্যমে হজযাত্রীদের পরিবহণের ব্যবস্থা করে । নয় দশক আগে এটি প্রতিষ্ঠিত হয়েছে । খাদিজা ফিদা একজন সাংবাদিক এবং সিন্ডিকেটের কন্টেন্ট ক্রিয়েটর বলেছেন , ‘ আমি বাবাকে এই সেক্টরে কাজ করতে দেখেছি । আমার ভাই এবং স্বামীও করছেন । এখন থেকে আমিও করব । ‘ তিনি বলেন , সৌদি ভিশন প্রকল্পে ২০৩০ সালে দেশের সিংহভাগ মহিলারা সক্রিয়ভাবে অংশ নেবেন ।
মহিলারা এখন কাজ করছে , বিশেষ করে সরকারি সব সেক্টরে । খাদিজা ফিদা বলেছেন , ‘ আজ আমি সিন্ডিকেটের প্রতিনিধিত্ব করছি , জনসংযোগ করছি , হজের সময় পরিবহণ তথ্য কেন্দ্রের সাফল্য পর্যবেক্ষণ করছি । আমি মক্কার একজন মহিলা হিসাবে হজযাত্রীদের পরিবহণ সিন্ডিকেটে কাজ করে গর্ব এবং সম্মানিত বোধ করছি । এই সিন্ডিকেট হজ সফলভাবে সম্পন্ন করতে এবং হজযাত্রীদের নিরাপদ পরিবহণে ব্যাপক এবং সক্রিয়ভাবে অবদান রাখবে । ‘ সিন্ডিকেটের তথ্য কেন্দ্রের গ্রাহক পরিষেবা বিশেষজ্ঞ মারবাত হাবহাব জানান , দিন দিন নারীদের ভূমিকা আরও লক্ষ্যণীয় এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে । তিনি বলেন , ‘ আমার লক্ষ্য প্রয়োজনের ওপর ভিত্তি করে প্রত্যেক সুবিধাভোগীর যোগাযোগ করা এবং তাদের পরিস্থিতি মোকাবেলা করা ।
‘ তিনি আরও বলেন , ‘ হজযাত্রীদের সেবা দেওয়া একটি সম্মানজনক কাজ । এক সময় এই পরিষেবা প্রদান শুধু পুরুষের মধ্যে সীমাবদ্ধ ছিল । এই সময়ে , আমি মক্কার একজন মহিলা হিসাবে গুরুত্বপূর্ণ এবং সক্রিয় ভূমিকা পালন করার সুযোগ পেয়েছি । ‘ মারবাত হাবহাবের সঙ্গে সিন্ডিকেটের তথ্য কেন্দ্রে কাজ করছেন বিনান বাসনান । তিনি বলেন , ‘ আমি জেনারেল কারস সিন্ডিকেটের মতো একটি বড় প্রতিষ্ঠানে কাজ করতে পেরে গর্বিত এবং সম্মানিত বোধ করছি যেটি হজযাত্রীদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা এবং অভিযোগ পাওয়ার মাধ্যমে হজ যাত্রায় সেবা দেয় । ‘ তিনি বলেন , ‘ আমার খুব ভাল লাগছে যে এখন হজের সময় মহিলারা পেশাগত অনেক কাজের সুযোগ পাচ্ছেন এবং তাতে অংশ নিচ্ছেন । আশা করছি , এর জন্য আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন । আর ধন্যবাদ আমাদের সরকারকে , যিনি আমাদের এত বড় সুযোগ দিয়েছেন । ‘ বিভিন্ন দেশের লাখ লাখ মুসলিম জড়ো হতে শুরু করেছেন পবিত্র মক্কায় । কাবা শরীফের ভিতর বিশেষ করে মক্কার মূল মসজিদ স্যানিটাইজ বা জীবাণুমুক্ত করতে কাজ করছে ১১ টি বিশেষ রোবট ।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…