পূর্বোত্তর আন্ত : রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আজ প্রথমদিনে মিশ্র ফলাফল ত্রিপুরার । সিঙ্গলসে রূপশ্রী নাথ জয় এনে দিলেও ডাবলসের দুটো ম্যাচ আজ হারতে হলো ত্রিপুরাকে । রাজধানীর এন এস আর সি সির ইন্ডোর হলে চারদিনব্যাপী পূর্বোত্তর আন্ত : রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু হলো বৃহস্পতিবার । স্বাগতিক ত্রিপুরাসহ পূর্বোত্তরের আটটি রাজ্য অংশগ্রহণ মিলিয়ে করেছে এতে । সব মিলিয়ে খেলোয়াড়ের সংখ্যা ১৪৭ জন । আজ প্রথমদিনে জুনিয়র ও সিনিয়র দুই বিভাগে সিঙ্গলস এবং ডাবলস বিভাগের প্রতিযোগিতা শুরু হয়েছে । বেশ কয়েকটি ম্যাচ হয়েছে এদিন । চারদিনব্যাপী এই পূর্বোত্তর আন্ত : রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ । সকাল দশটায় উদ্বোধন হবার কথা থাকলেও তা এক ঘন্টা দেরিতে হয়েছে । এর মধ্যে ৩৭ লক্ষ বাজেটের পূর্বোত্তর আন্ত : রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সর্বত্রই চরম অব্যবস্থা ও বিশৃঙ্খলা দেখা যায় । উদ্বোধনী অনুষ্ঠান এক ঘন্টা সময় দেরিতে শুরু হওয়ায় অনেকেই বিরক্তি প্রকাশ করে হল ছাড়েন । যার মধ্যে ওএনজিসির অ্যাসেট ম্যানেজারও ছিলেন । তিনি এক ঘন্টা বসে থেকে শেষ পর্যন্ত চলে যান । উদ্বোধনী অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা দেখা যায় । অনেকেই এই ঘটনায় উদ্যোক্তা ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , কাউন্সিলার রত্না দত্ত , ব্যাডমিন্টন ফেডারেশনের যুগ্ম সচিব ওমর রসিদ , রাজ্য সংস্থার সচিব সঞ্জীব সাহা সহ অনেকেই ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…