পূর্বোত্তর আন্ত : রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আজ প্রথমদিনে মিশ্র ফলাফল ত্রিপুরার । সিঙ্গলসে রূপশ্রী নাথ জয় এনে দিলেও ডাবলসের দুটো ম্যাচ আজ হারতে হলো ত্রিপুরাকে । রাজধানীর এন এস আর সি সির ইন্ডোর হলে চারদিনব্যাপী পূর্বোত্তর আন্ত : রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু হলো বৃহস্পতিবার । স্বাগতিক ত্রিপুরাসহ পূর্বোত্তরের আটটি রাজ্য অংশগ্রহণ মিলিয়ে করেছে এতে । সব মিলিয়ে খেলোয়াড়ের সংখ্যা ১৪৭ জন । আজ প্রথমদিনে জুনিয়র ও সিনিয়র দুই বিভাগে সিঙ্গলস এবং ডাবলস বিভাগের প্রতিযোগিতা শুরু হয়েছে । বেশ কয়েকটি ম্যাচ হয়েছে এদিন । চারদিনব্যাপী এই পূর্বোত্তর আন্ত : রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ । সকাল দশটায় উদ্বোধন হবার কথা থাকলেও তা এক ঘন্টা দেরিতে হয়েছে । এর মধ্যে ৩৭ লক্ষ বাজেটের পূর্বোত্তর আন্ত : রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সর্বত্রই চরম অব্যবস্থা ও বিশৃঙ্খলা দেখা যায় । উদ্বোধনী অনুষ্ঠান এক ঘন্টা সময় দেরিতে শুরু হওয়ায় অনেকেই বিরক্তি প্রকাশ করে হল ছাড়েন । যার মধ্যে ওএনজিসির অ্যাসেট ম্যানেজারও ছিলেন । তিনি এক ঘন্টা বসে থেকে শেষ পর্যন্ত চলে যান । উদ্বোধনী অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা দেখা যায় । অনেকেই এই ঘটনায় উদ্যোক্তা ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , কাউন্সিলার রত্না দত্ত , ব্যাডমিন্টন ফেডারেশনের যুগ্ম সচিব ওমর রসিদ , রাজ্য সংস্থার সচিব সঞ্জীব সাহা সহ অনেকেই ।
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…