পূর্বোত্তর আন্ত : রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আজ প্রথমদিনে মিশ্র ফলাফল ত্রিপুরার । সিঙ্গলসে রূপশ্রী নাথ জয় এনে দিলেও ডাবলসের দুটো ম্যাচ আজ হারতে হলো ত্রিপুরাকে । রাজধানীর এন এস আর সি সির ইন্ডোর হলে চারদিনব্যাপী পূর্বোত্তর আন্ত : রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু হলো বৃহস্পতিবার । স্বাগতিক ত্রিপুরাসহ পূর্বোত্তরের আটটি রাজ্য অংশগ্রহণ মিলিয়ে করেছে এতে । সব মিলিয়ে খেলোয়াড়ের সংখ্যা ১৪৭ জন । আজ প্রথমদিনে জুনিয়র ও সিনিয়র দুই বিভাগে সিঙ্গলস এবং ডাবলস বিভাগের প্রতিযোগিতা শুরু হয়েছে । বেশ কয়েকটি ম্যাচ হয়েছে এদিন । চারদিনব্যাপী এই পূর্বোত্তর আন্ত : রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ । সকাল দশটায় উদ্বোধন হবার কথা থাকলেও তা এক ঘন্টা দেরিতে হয়েছে । এর মধ্যে ৩৭ লক্ষ বাজেটের পূর্বোত্তর আন্ত : রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সর্বত্রই চরম অব্যবস্থা ও বিশৃঙ্খলা দেখা যায় । উদ্বোধনী অনুষ্ঠান এক ঘন্টা সময় দেরিতে শুরু হওয়ায় অনেকেই বিরক্তি প্রকাশ করে হল ছাড়েন । যার মধ্যে ওএনজিসির অ্যাসেট ম্যানেজারও ছিলেন । তিনি এক ঘন্টা বসে থেকে শেষ পর্যন্ত চলে যান । উদ্বোধনী অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা দেখা যায় । অনেকেই এই ঘটনায় উদ্যোক্তা ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , কাউন্সিলার রত্না দত্ত , ব্যাডমিন্টন ফেডারেশনের যুগ্ম সচিব ওমর রসিদ , রাজ্য সংস্থার সচিব সঞ্জীব সাহা সহ অনেকেই ।
অনলাইন প্রতিনিধি :-পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পর একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের…
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা পরপাকিস্তানের বিরুদ্ধে…
শূন্য কলসি বাজে বেশি,আশৈশব এই বাক্যটি পাঠ্যে পড়ে বেড়ে উঠেছি আমরা সকলে।এখন পাক ফৌজির হম্বি…
অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…
অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…