প্রথম বই প্রকাশের আগের রাতেই মহামহিম!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রবিবার
বিকেলে আগরতলার আকাশে ঈশান কোণ জুড়ে এক দশাসই রঙধনুর ভেসে ওঠার ঘটনায় তোলপাড় চলছিল ছাদ, কার্নিস আর রাজপথে।সবার মোবাইল তাক আকাশে।আর সে সময়েই সুকান্ত একাডেমির মঞ্চে শিল্পী গাইছিলেন গান- দেখো আলোয় আলো আকাশ।অনুষ্ঠান ছিল যীষ্ণু কর্তার বই প্রকাশের।পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এ দিন অন্যমাত্রা নিল আগের রাতে দিল্লী থেকে ভেসে আসা উত্তুরে খবরে। দেশের ঈশান কোণের রাজ্য ত্রিপুরা থেকে প্রথম কেউ রাজ্যপাল হলেন। তিনি যীষ্ণু দেববর্মণ। সেই খবর ত্রিপুরাবাসীর জন্য নিঃসন্দেহে গর্বের। আবার অন্য বিচারে এই প্রাপ্তি কিন্তু অপ্রত্যাশিত নয়। একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধান যেমনটি হলে গৌরবান্বিত হতে পারে সংবিধান, যে ব্যক্তিত্বময়তার দ্যুতি জনগণের মনে সাংবিধানিক প্রধানকে ভরসার স্থল বলে মনে করাবে সেই ব্যক্তিত্বের অধিকারীই যীষ্ণু দেববর্মণ। রাজপরিবারের অভিজাত মানুষ, সফল ব্যবসায়ী, সৌখিন রাজনীতিক থেকে আদর্শবান রাজনীতিক, দায়িত্বশীল উপমুখ্যমন্ত্রী- তার এই পরিচয়গুলি নিয়ে নতুন করে কথা বলার অবকাশ নেই।এ দিনের বই প্রকাশ অনুষ্ঠানে কথা হলো জীবন সম্পর্কে তার অভিজ্ঞতা, প্রজ্ঞা, প্রতিভা নিয়ে। একজন লেখক-কবি হিসাবে তাঁকে পাঠকবর্গ নতুন পরিচয়ে আবিষ্কার করতে যাচ্ছিলেন, আর এর মাঝেই তিনি ‘মহামহিম’ রাজ্যপাল বনে গেলেন। তাঁর লেখা প্রথম বই ‘ভিউজ, রিভিউজ অ্যান্ড মাই পয়েমস’ মূলত একটি সংকলন। ৪১০ পাতার বইটিতে তাঁর জীবনের বিভিন্ন সময়ে লেখা কবিতা, প্রবন্ধ, আলোচনাগুলিকে ঝাড়াই বাছাই করে গোছানোর কাজটি করেছে ‘ভবানী বুকস’। গুয়াহাটির এই সংস্থার সঙ্গে ব্যবাসায়িক যোগাযোগ হেতু ত্রিপুরার প্রাচীন ও স্বনামধন্য ছাপাখানা মাণিক্য প্রেস যীষ্ণু কর্তার ‘টোটাল’ লেখালেখির একটি অংশকে বই এর আকারে দিতে পেরেছে। ‘শ্রমসাধ্য’ এই কাজটির জন্য মাণিক্য প্রেসের কৃতিত্ব মানতেই হয়। যীষ্ণু কর্তার ‘ভিউজ, রিভিউজ অ্যান্ড মাই পয়েমস’ বইটি শুধুমাত্র লেখকের প্রথম বই নয়, প্রকাশকদেরও প্রথম বই। নন্দনচর্চার প্রায় সব ক্ষেত্র নিয়ে সমান আগ্রহী, সদালাপী যীষ্ণু দেববর্মণের সাহিত্য চর্চা সম্পর্কে যাঁরা কিছুমাত্র খবরাখবর রাখেন তারা জানেন, অজস্র লেখালেখি অগোছালো ছড়িয়েি রেখেছেন তিনি।সেই সাগর থেকে গুছিয়ে তুলে আনা শ্রমসাধ্যই বটে। সেই সূত্রেই জানা গেল এ বছরেই প্রকাশ হতে পারে যীষ্ণু দেববর্মণের আরও বই। ‘ভিউজ রিভিউজ অ্যান্ড মাই পয়েমস’ বইটির প্রকাশ অনুষ্ঠান মঞ্চে এ দিন উপস্থিত ছিলেন বিবেকনগর রামকৃষ্ণ মিশনের সচিব মহারাজা শুভকরানন্দ এবং মাণিক্য প্রেসের কর্ণধার দুলাল রায় চৌধুরী।আর এর বিপরীতে প্রেক্ষাগৃহের আসনগুলি সাজিয়ে দিয়েছিল ‘টোটাল’ আগরতলাকে। রাজনীতি বা অন্য কোনও বেড়া বা প্রতিবন্ধকতা ছিল না। ছিল বুদ্ধি, মেধার উন্নতস্তরে উন্নীত মানুষের সাহিত্য পিপাশা। উদ্বোধনের মঞ্চে অশীতিপর দুলাল রায় চৌধুরী পরপর কবিতা আবৃত্তি আর পুরানো স্মৃতি রোমন্থণ দিয়ে ফের জানিয়ে দিলেন- বৃদ্ধ ছাড়া সভা বৃথা। শুভকরানন্দ মহারাজ বললেন, ভিআইপি শব্দের অর্থ হওয়া উচিত ‘ভেরি ইন্সপায়ারিং পার্সোনালিটি’, যা হয়েছেন আগরতলাবাসীর আদরের যীষ্ণু কর্তা।জীবনের অভিজ্ঞতা তাকে যে প্রজ্ঞা দিয়েছে, তিনি ত্রিপুরার গর্ব। এ দিন অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত ব্যক্তিবর্গের সঙ্গে মত বিনিময় করেন লেখক- কবি যীষ্ণু দেববর্মণ।

Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

2 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago