অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ তার প্রথম বিদেশ সফরে ভারত যাবেন বলে জানিয়েছেন।সোমবার ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ করে তাকে (হাছান মাহমুদকে) ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।পরে সাংবাদিকদের এ আমন্ত্রণের কথা জানিয়ে হাছান মাহমুদ বলেন, ভারতের পক্ষ থেকে আমাকে দিল্লী সফরের বিষয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সময় দেখছি,কখন আমার জন্য এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর জন্য সুবিধাজনক হয়।আমি চাইছি প্রথম দ্বিপাক্ষিক সফর ভারতে হবে।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ভারত আমাদের পাশে ছিল, আছে।১৪, ১৮ নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে, বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, তখন ভারত আমাদের পাশে ছিল। এবারও গণতন্ত্র রক্ষায় ভারতের অবস্থান আমাদের পক্ষে ছিল।ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন,এটা সৌজন্য সাক্ষাৎ ছিল।এরপরও আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছি। বিশেষত, আমরা কানেন্টিভিটি ইস্যুতে আলোচনা করেছি।বর্ডার হাট নিয়ে আলোচনা হয়েছে, বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।ভারতীয় রুপি এবং বাংলাদেশের টাকা বিনিময় সংক্রান্ত বাণিজ্য এটিকে সম্প্রসারণ করা। এটি ইতোমধ্যে শুরু হয়ে গেছে, এটাতে অল্পবিস্তর বাণিজ্য হয়েছে এটিকে সম্প্রসারণ এবং জনপ্রিয় করা যায় সবার কাছে পরিচিত করা যায় এ নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।তিনি বলেন, রুপি ও টাকায় বাণিজ্য জনপ্রিয় করা গেলে ডলারের ওপর বা অন্য কারেন্সির ওপর প্রভাব কমবে। আমাদেরও কমবে, ভারতেরও কমবে।বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে সেটি সহায়ক হবে। চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহার করে ভারতের পণ্য বহন করার বিষয়ে আলোচনা হয়েছে। এটা নিয়ে আমরা কাজ করছি।এ সংক্রান্ত বিষয়ে অবকাঠামোগত উন্নয়ন সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। ছোটখাটো কিছু বিষয় আছে সেগুলো হয়ে গেলে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে রামগড় ও আখাউড়া দিয়ে পণ্যের পরিবহণ স্থিতিশীল হবে।
অনলাইন প্রতিনিধি :-ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনির উপকূলের নিউ ব্রিটেন আইল্যান্ড। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :- পড়াশোনা করে অল্প বয়সে চাকরি পেয়েছেন বটে, কিন্তু নতুন চাকরির টাকায় চড়া…
অনলাইন প্রতিনিধি:- জমি কেলেঙ্কারির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চওড়া করলো প্রদেশ কংগ্রেস। বিরোধী দল কেলেঙ্কারিতে…
অনলাইন প্রতিনিধি:- ধর্মনগর ডিগ্রি কলেজের এক ছাত্রীকে মারধর, শ্লীলতাহানি সহ মুখে অ্যাসিড মারার হুমকি দেয়…
অনলাইন প্রতিনিধি:- বর্তমান সরকার হল মানুষের সরকার। এমনই দাবি এ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। শুক্রবার…
দীর্ঘ আলোচনা শেষে অবশেষে পাস হয়ে গেল বহুচর্চিত এবং প্রতীক্ষিত ওয়াকফ সংশোধনী বিল। সংসদের দুই…