প্রথম মহিলা সাঁতারু হিসাবে ইতিহাস গড়লেন সায়নী দাস!!

 প্রথম মহিলা সাঁতারু হিসাবে ইতিহাস গড়লেন সায়নী দাস!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-একদিকে প্রতিকূল আবহাওয়া অন্যদিকে জেলিফিশের বাধা! বাধা আর বিপদ যেন কালচক্র হয়ে পিছু ছাড়ছিলোনা। তাও দাতে দাত চেপে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া সায়নী দাস। প্রায় ৩৫ কিলোমিটার জলপথ। এদিকে জলের তীব্র স্রোত। ১৩ ঘণ্টা ২২ মিনিট সাতরে সাঁতারু হিসাবে পঞ্চম চ্যানেল। উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মাঝামাঝি অবস্থিত শীতলতম চ্যানেল নর্থ চ্যানেল। চলতি বছরের এপ্রিল মাসেই নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল জয় করার পরই এই চ্যানেল জয়ের লক্ষ্য ছিল সায়নীর।
আর এতেই এই সাফল্য। পাশাপাশি প্রথম ভারতীয় মহিলা হিসাবে নর্থ চ্যানেল জয়ের রেকর্ডও গড়লেন তিনি। ৩০ তারিখ সকাল ৭:৪৫ মিনিটে জলে নামেন তিনি। ভারতীয় সময় শনিবার ভোর ৩টে নাগাদ নর্থ চ্যানেল জয় করেন কালনার মেয়ে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.