প্রথম লাইনম্যান দিবস উদযাপন!
অনলাইন প্রতিনিধি :-লাইনম্যান এবং হেল্পার প্রকৃত অর্থে বিদ্যুৎ নিগমের আত্মা। তাদের ছাড়া নির্বিঘ্ন বিদ্যুৎ পরিষেবা সম্ভব নয়। বুধবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের উদ্যোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড কর্পোরেট অফিস প্রাঙ্গণে প্রথম লাইনম্যান দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বললেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।উক্ত অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, আই এ এস অভিষেক সিং সহ অন্যান্যরা।
এছাড়াও এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এদিন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার সহযোগিতায় একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।