প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নিশানা কি করে বিস্ফোরক বীরজিৎ সিনহা!!
অনলাইন প্রতিনিধি :- রাজ্য কংগ্রেসের সভাপতি পদ থেকে সরে যাওয়ার পর দীর্ঘদিন নিজেকে গুটিয়ে রেখেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা। কৈলাসহরে নিজের বলয়ে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক কর্মসূচি অব্যাহত রেখেছেন। দুঃসময়ে কংগ্রেসকে আগলে রাখা বীরজিৎ সিনহাকে প্রদেশ সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর থেকে রাজ্যস্তরে কংগ্রেসের কোনও বৈঠক বা কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছে না।শুধু তাই নয়, গত বেশ কয়েকমাস ধরে তিনি একপ্রকার নীরবই বলা যায়। বিভিন্ন মহল থেকে বীরজিৎ বাবু সম্পর্কে নানা খবর প্রকাশিত হলেও, কোনও খবর সম্পর্কে তিনি তেমন কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। শুধু এটুকু বলেছেন, তিনি একজন কংগ্রেসের সৈনিক। কংগ্রেসে ছিলেন, আছেন এবং বাকি জীবন কংগ্রেসেই থাকবেন সেই বীরজিৎ বাবুকে বৃহস্পতিবার দেখা গেল বর্তমান প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে। এদিন আগরতলায় আশ্রয় সামাজিক সংস্থার পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুধু বর্তমান নেতৃত্বকে নিশানা করাই নয়, তিনি যে চুড়ান্ত ভাবে ক্ষুব্ধ এবং হতাশ, সেটাও স্পষ্ট হলে উঠেছে। সম্প্রতি তিন রাজ্যে কংগ্রেসের ফলাফল এবং এই ফলাফলে ত্রিপুরায় কোনও প্রভাব পড়বে কিনা? সাংবাদিকদের প্রশ্নের জবাবে বীরজিৎবাবু বলেন, মড়ার উপর কি আর প্রভাব পড়বে। এখানে আমরা তো মড়ার মতো আছি আমরা এখন ঢাক হয়ে গেছি। যে যেমন পারে তেমনই বাজাচ্ছে। বর্তমান কংগ্রেস নেতৃত্ব দাবি করছে, আগের তুলনায় রাজ্যে এখন কংগ্রেস অনেক বেশি শক্তিশালী? প্রশ্নের জবাবে বীরজিৎ বাবু বলেন, তাঁরা বিভিন্ন দল ঘুরে এসেছে, তাদের অভিজ্ঞতা অনেক বেশি। আমরা একটাই দল করি। ফলে আমাদের অভিজ্ঞতা অনেক কম। বিভিন্ন দল ঘোরার অভিজ্ঞতা অনেক বেশি থাকে। ফলে কংগ্রেস শক্তিশালী কিনা তারাই বলতে পারবে। ত্রিপুরার কংগ্রেসের ভবিষ্যৎ কী? প্রশ্নের জবাবে বীরজিৎবাবু অনেকটা বিদ্রুপের সুরে বলেন, খুব ভালো। এখন স্টিায়ারিং যাদের হাতে, তাদের জিজাসা করুন গাড়ি কোন দিকে যাবে। এদিন এভাবেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহা। নাম না করেই বর্তমান প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে তিনি তীব্রভাবে নিশানা করেছেন। তাঁর প্রতিটি বাক্যেই এদিন চরম ক্ষোভ, দুঃখ এবং বিদ্রূপের বহিঃপ্রকাশ ঘটেছে। বিভিন্ন দল ঘুরে আসাদের অভিজ্ঞতা বেশি বলে তিনি যেভাবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, তাতে বুঝতে কারো বাকি নেই শুধু তাই নয়, কংগ্রেস হাইকমাণ্ডের প্রতিও এটি তাঁর একটি বার্তা বলে মনে করা হচ্ছে।