অনলাইন প্রতিনিধি :- প্রদেশ বিজেপির নয়া সাংগঠনিক সাধারণ সম্পাদক হলেন জি আর রবীন্দ্র রাজু। ত্রিপুরার সাথে তাকে আসামের সংগঠন মহামন্ত্রীরও দায়িত্ব দেওয়া হয়েছে। ফণীন্দ্র নাথ শর্মার স্থলে তাকে এই দায়িত্বে আনা হয়েছে। শ্রীশর্মাকে হরিয়ানা রাজ্য ইউনিটের সাধারণ সম্পাদক (সংগঠন) করা হয়েছে।রাজু এবং শর্মা উভয়েই তাদের অবস্থান পরিবর্তন করবেন। বিবেক দাধাকর দলের আন্দামান ও নিকোবর ইউনিটের সাধারণ সম্পাদক (সংগঠন) হিসাবে দায়িত্ব নেবেন।শনিবার তাদের নতুন দায়িত্বে নিযুক্ত করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিজেপি রাজ্য সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শ্রীরাজু অন্ধ্রপ্রদেশ সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি হরিয়ানার সাংগঠনিক সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন কর্মকুশলতার সাথে। তার নিযুক্তির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা শ্রীরাজুকে নতুন দায়িত্বে স্বাগত জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, শ্রীরাজুর নেতৃত্বে রাজ্য সংগঠনের অবস্থা আরও মজবুত হবে। তিনি শনিবার ফোন করে শ্রীরাজুর সঙ্গে কথাও বলেন। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যরাও বিজেপির নতুন সংগঠন মহামন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। বিজেপির রাজ্য ইউনিটগুলিতে সাধারণ সম্পাদক (সংগঠন) সাধারণত আরএসএস থেকে নেওয়া হয়। তারা দলের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের চাবিকাঠি ভূমিকা পালন করেন। দল এবং তার আদর্শগত পরামর্শদাতার মধ্যে যোগসুত্র হিসাবেও সংগঠন মহামন্ত্রীগণ কাজ করেন। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই নিজের টিম সাজিয়ে নিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এর অঙ্গ হিসাবে চার রাজ্যে সংগঠন মহামন্ত্রীও নিয়োগ করা হয়েছে বলে শাসক শিবিরের ধারণা। বিজেপি তাদের জাতীয় অফিস আধিকারিকদের তালিকায়ও রদবদল করেছে।
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…
অনলাইন প্রতিনিধি :-আগরতলাগভর্নমেন্ট কলেজের আসন সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৩ করা হয়েছে ইতিমধ্যেই। আইজিএম হাসপাতালে…
অনলাইন প্রতিনিধি :-শারদউৎসব সম্পন্ন হওয়ার পর সামান্য দেরি হলেও বৃহস্পতিবার অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল পদে নিয়োগ বিশবাঁও জলে। দু'বছর আগে রাজ্য সরকারের…
ভারত বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক বদলায়নি। তবে। দুই দেশের মধ্যেকার কূটনৈতিক আদানপ্রদান কমিয়াছে। ফলে দুই…