প্রদেশ বিজেপির সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- প্রদেশ বিজেপির নয়া সাংগঠনিক সাধারণ সম্পাদক হলেন জি আর রবীন্দ্র রাজু। ত্রিপুরার সাথে তাকে আসামের সংগঠন মহামন্ত্রীরও দায়িত্ব দেওয়া হয়েছে। ফণীন্দ্র নাথ শর্মার স্থলে তাকে এই দায়িত্বে আনা হয়েছে। শ্রীশর্মাকে হরিয়ানা রাজ্য ইউনিটের সাধারণ সম্পাদক (সংগঠন) করা হয়েছে।রাজু এবং শর্মা উভয়েই তাদের অবস্থান পরিবর্তন করবেন। বিবেক দাধাকর দলের আন্দামান ও নিকোবর ইউনিটের সাধারণ সম্পাদক (সংগঠন) হিসাবে দায়িত্ব নেবেন।শনিবার তাদের নতুন দায়িত্বে নিযুক্ত করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিজেপি রাজ্য সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শ্রীরাজু অন্ধ্রপ্রদেশ সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি হরিয়ানার সাংগঠনিক সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন কর্মকুশলতার সাথে। তার নিযুক্তির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা শ্রীরাজুকে নতুন দায়িত্বে স্বাগত জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, শ্রীরাজুর নেতৃত্বে রাজ্য সংগঠনের অবস্থা আরও মজবুত হবে। তিনি শনিবার ফোন করে শ্রীরাজুর সঙ্গে কথাও বলেন। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যরাও বিজেপির নতুন সংগঠন মহামন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। বিজেপির রাজ্য ইউনিটগুলিতে সাধারণ সম্পাদক (সংগঠন) সাধারণত আরএসএস থেকে নেওয়া হয়। তারা দলের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের চাবিকাঠি ভূমিকা পালন করেন। দল এবং তার আদর্শগত পরামর্শদাতার মধ্যে যোগসুত্র হিসাবেও সংগঠন মহামন্ত্রীগণ কাজ করেন। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই নিজের টিম সাজিয়ে নিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এর অঙ্গ হিসাবে চার রাজ্যে সংগঠন মহামন্ত্রীও নিয়োগ করা হয়েছে বলে শাসক শিবিরের ধারণা। বিজেপি তাদের জাতীয় অফিস আধিকারিকদের তালিকায়ও রদবদল করেছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

6 mins ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

16 mins ago

সমাজিকমাধ্যমে বিদেশসচিব মিস্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ নেটিজেনরা!!

অনলাইন প্রতিনিধি :-সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশসচিব বিক্রম মিস্ত্রি। রবিবার সকাল থেকে…

35 mins ago

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

21 hours ago

দেবালয় রক্ষা পায় না!!

আয়তনের দিক থেকে বিশ্বের ৩৩ম বৃহত্তম দেশ পাকিস্তান।কিন্তু ঋণের জালে জর্জরিত পাকিস্তান দেশটির আর্থিক অবস্থা…

24 hours ago

প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড!!

অনলাইন প্রতিনিধি :-প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…

2 days ago