অনলাইন প্রতিনিধি || মণিপুর নিয়ে মৌনতা ভঙ্গ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানালো কংগ্রেস। মণিপুরের পরিস্থিতি নিয়ে একটি সৌহার্দ্যমূলক বার্তা পাঠানোর পাশাপাশি রাজ্যটিতে একটি সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর অনুমতি দিতেও প্রধানমন্ত্রীর কাছে আগ্রহ প্রকাশ করলো কংগ্রেস।এতে রাজ্যে শান্তি ফিরে আসার পরিস্থিতি তৈরি হবে বলে মনে করে কংগ্রেস। দলের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মণিপুর সফর করে সেখানকার মানুষের দুঃখ দুর্দশার কথা নিজ কানে শোনা এবং সর্বশেষ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার অনুরোধও করা হয়েছে। কংগ্রেস দাবি করেছে, নরেন্দ্র মোদি যদি সীমান্ত প্রদেশটি সফর করতে অক্ষম হন তবে মণিপুরে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। প্রধানমন্ত্রীকে মণিপুরের পরিস্থিতি নিয়ে নীরবতা ভাঙতে হবে।তাকে সর্বতোভাবে চেষ্টা করতে হবে প্রশাসনের প্রতি রাজ্যের মানুষের আস্থা ফিরিয়ে আনার এবং সেখানে স্বাভাবিক পরিস্থিতি পুনর্বহাল করার। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ প্রশ্ন করেন, যদি বালাসোরে ট্রেন দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী সেখানে সফর করতে পারেন তাহলে কেন তিনি হিংসাদীর্ণ মণিপুরে যাচ্ছেন না। মন কি বাত-এর ১০০তম এপিসোডের পর মণিপুর নিয়ে একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী। মণিপুর কি বাত নিয়ে তিনি কখন বলবেন তা জানতে চায় কংগ্রেস। এদিকে জাতিগত হিংসার আগুনে জ্বলতে থাকা মণিপুরে নতুন করে সহিংসতার কারণে তিনজন আহত হয়েছেন। তিনজনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইম্ফল পূর্ব এবং কাংপকপাই জেলাগুলোর সীমান্তে অবস্থিত খামেনলক এলাকায় একদল জঙ্গির সঙ্গে গ্রাম্য স্বেচ্ছাসেবকদের গুলীযুদ্ধের সময় এই তিনজন আহত হন। কিছুদিন ধরেই ওই এলাকাগুলোতে বিক্ষিপ্ত গুলীচালনার ঘটনা ঘটে চলেছে। প্রভাবিত এলাকাগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনীও পাঠানো হয়েছে। তবে গত তিনদিনে বড় ধরনের কোনও সহিংসতার খবর নেই।
অনলাইন প্রতিনিধি :-প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…
অনলাইন প্রতিনিধি :-জরুরি বৈঠকে বসলেন স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। বৈঠকে রয়েছেন মুখ্যসচিবরাও। জানা যাচ্ছে,…
অনলাইন প্রতিনিধি :-বিকেল পাঁচটায় সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গিরগিটি রূপ ধারণ করল পাকিস্তান।…
অনলাইন প্রতিনিধি :-রাত পোহানো দূর অস্ত। চার ঘণ্টাও কাটল না। এর মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে…
অনলাইন প্রতিনিধি :-ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনার কারণে, নিরাপত্তার জন্য চারধামে হেলিকপ্টার পরিষেবা বন্ধ…
অনলাইন প্রতিনিধি :-রাতভর দীর্ঘক্ষন আলোচনা হয়, তারপরই দুই দেশ অবিলম্বে সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে রাজি হয় বলে…