প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ফোন !!
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার তামিলনাড়ুর চেন্নাইয়ের পুরশৈবকমে এন আইএর কন্ট্রোল রুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মেরে ফেলার হুমকি দিয়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ফোন আসে। ফোন করে হিন্দি ভাষায় প্রধানমন্ত্রীকে খুন করার হুমকি দেয় ৷এনআইএ আধিকারিকরা সঙ্গে সঙ্গে চেন্নাই পুলিশে খবর দেয় ৷ চেন্নাইয়ের সাইবার ক্রাইম পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। এর আগে বধুবার বিকেল ৩.৩০মিনিট নাগাদ দিল্লির নর্থ ব্লকে বোমা হুমকির মেল আসে যেখানে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, কুকুরের স্কোয়াড, বম্ব স্কোয়াড ৷ তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কিছু পাওয়া যায়নি ৷ পরে এই মেলকে ভুয়ো মেল বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রক ৷