Categories: দেশ

প্রধানমন্ত্রীর মতে ঐতিহাসিক বাজেট

এই খবর শেয়ার করুন (Share this news)

বিরোধী দলগুলি বাজেট নিয়ে সমালোচনায় মুখর হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন। অর্থমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, মহিলা, যুবদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। এতে মানুষের উপকার হবে। বিজেপি সভাপতি জে পি নাড্ডা বলেন, এই বাজেট দরিদ্র অনগ্রসর শ্রেণীর জন্য এবং এতে শ্রমিক শ্রেণীর জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের জন্য নয় গুণ বেশি বাজেটের সংস্থান করায় নাগরিকদের সুযোগ সুবিধা বাড়বে। চলতি বছরের বাজেটকে দূরদৃষ্টিসম্পন্ন এবং সর্বোপরি হিসেবে উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আত্মনির্ভর ভারত হওয়ার পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই
বাজেট। ট্যাক্স রিবেট লিমিট ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করার মাধ্যমে মধ্যজীবী এবং বেতনভূক্ত কর্মচারী শ্রেণীর মানুষ উপকৃত হবেন।তবে চলতি বছরের বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে কম গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া মন্তব্য ‘কোনও ভবিষ্যদের্শী নয়, পুরোটাই সুবিধাবাদী বাজেট। এই বাজেটে কোনও আশার আলো নেই। বাজেটে বেকারদের জন্য কিছু নেই। একে গরিব বিরোধী বাজেট বলেন তিনি। সরকারের মিত্রকালের বাজেট ভারতের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কোনও রোডম্যাপ দিতে সক্ষম হয়নি বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এমনকী মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেও কোনও সুস্পষ্ঠ পরিকল্পনা নেই এই বাজেটে। এই বাজেট বাস্তবমুখী
নয় বলে অভিযোগ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, এই বাজেটে বড় বড় ঘোষণায় শুধু করা হয়েছে যার কোনও সারবত্তা নেই। এদিকে কয়েকটি আঞ্চলিক দল চলতি বছরের বাজেটে রাজ্যগুলোর সাথে বঞ্চনা এবং ভেদাভেদ করার অভিযোগ এনেছে। ডিএমকে, শিবসেনা, বিজেডি এবং বাম দলগুলো কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের সম্পদ লুট করার অভিযোগ এনেছে। জিডিপির অংশ হিসেবে বরাদ্দ কমিয়ে দেওয়ায় মারাত্মক সমস্যায় পড়তে চলেছে রাজ্যগুলো।এই কথা জানান বিজেডি নেতা অমর পট্টনায়েক। ডিএমকে নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দয়ানিধি মারান বলেন, কেন্দ্র সব টাকা নিয়ে রাজ্যগুলোকে কিছুই না দেওয়ার পরিকল্পনা করছে। সাংসদ শত্রুঘ্ন সিন্হা বলেন, পুরো কনফিউশান বাজেট। ভোটকে মাথায় রেখে বানানো এই বাজেট পুরোটাই বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন তিনি। সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কেন্দ্রকে আক্রমণ করে বলেন, পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যুবাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং ধনীতম ব্যক্তিদের উপর কর আরোপ সংক্রান্ত বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া উচিত কেন্দ্রের। দ্রব্যমূল্য বৃদ্ধির উপর লাগাম টানার আহ্বানও জানান তিনি।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধ চাই না, শান্তি চাই’,বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-সুর বদলে এবার শান্তির বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দরের।ভারত যুদ্ধ থামালে, তারাও থেমে…

2 mins ago

পাক গোলাবর্ষনে প্রাণ গেল রাজৌরির উচ্চপদস্থ আধিকারিকের!!

অনলাইন প্রতিনিধি :-রাজৌরিতে পাক সেনার গোলাবর্ষণে প্রাণ গেল রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপার।…

11 mins ago

নিঃসঙ্গ পাকিস্তান!!

আজকের দিনের প্রতিটি যুদ্ধ মানেই প্রথমেই স্নায়ুযুদ্ধ।স্নায়ুযুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে তোলার মাধ্যমে…

30 mins ago

যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে রাজ্যের বাজারে মূল্যবৃদ্ধি, ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :- ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শুক্রবার সকাল থেকেই…

35 mins ago

যুদ্ধজিগির তোলার মাঝে কেঁপে উঠল পাকিস্তান।।

অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…

5 hours ago

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

14 hours ago