প্রধানমন্ত্রীর মুখে কালিকান্ডে দোষী আধিকারিককে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে কালি দিয়ে মুখ ঢেকে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। এই ব্যপারে তীব্র ক্ষোভ জানিয়ে দোষী আধিকারিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যের নিকট ডেপুটেশন প্রদান করে। ২৪ ঘন্টার মধ্যেই নির্বাচন কমিশন দোষী আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ প্রদান করে।