প্রধানমন্ত্রীর সফর ঘিরে চূড়ান্ত ছেলেখেলা!!!
রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে রাজ্য সরকার ও প্রসাশনের চুড়ান্ত অব্যবস্হা ও খামখেয়ালি ঘিরে বড় ধরনের প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, সরকার ও প্রশাসনের এই হেন ভুমিকায় সমালোচনার ঝড় উঠেছে। একবার বলা হয়েছে প্রধানমন্ত্রী আগামী ১৭ ডিসেম্বর রাজ্যে আসবেন। রাতে আরেক চিঠি দিয়ে বলা হলো ভুল হয়েছে। তাই আগের চিঠি যেন ইগনোর করা হয়।প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রীর সফর নিয়ে এই ধরনের ছেলে খেলা কি করা যায়? এর আগেও বলা হয়েছিলো প্রধানমন্ত্রী আসবেন। এতে শুধু রাজ্য সরকারের নয়, প্রধানমন্ত্রীর ভাবমূর্তিও নষ্ট করা হচ্ছে বলে অনেকের অভিমত।