অনলাইন প্রতিনিধি : ব্রিটেনে এখন খুব শীত। এই ঠান্ডায় ঘরে ঘরে শুরু হয়েছে এক নাছোড়বান্দা কাশি। দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে। এমন বেয়াদব কাশি সামাল দিতে ন্যাশনাল হেলথ সার্ভিসেসের (এনএইচএস) বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। চিন্তার কারণ হল, যার কাশি হচ্ছে, অন্তত ১০০ দিনের আগে নিরাময় হচ্ছে না।তাই একে বলাই হচ্ছে ‘১০০ দিনের কাশি’। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে, একশো দিন পেরিয়ে যাওয়ার পরেও কাশি সারছে না। রোগের ধরনে দেখে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এ যেন পুরনো হুপিং কাশি নতুন অবতারে ফিরে এসেছে। হুপিং কাশি নামটা অনেকেরই চেনা। উপসর্গ সাধারণ সর্দি কাশির মতোই, কিন্তু হুপিং কাশি একবার শুরু হলে কষ্ট খুব।
ব্যাকটেরিয়া জনিত এই অসুখ একটা সময় ভারত তো বটেই, বিশ্ব জুড়ে হাজার হাজার মানুষের প্রাণ কেড়েছিল। যদিও পাঁচের দশকে টিকা আবিষ্কার হওয়ার পর এই রোগের প্রাদুর্ভাব অনেকটাই কমে আসে। কিন্তু সেই অসুখই নাকি আবার নতুন করে ফিরছে ব্রিটেনে। ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা অত্যন্ত সংক্রামক এই অসুখ নিয়ে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছেন। সূত্রের খবর, শুধুমাত্র জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যেই হুপিং কাশিতে আক্রান্ত হওয়ার ৭১৬টি রিপোর্ট প্রকাশে এসেছে। গত বছর অর্থাৎ ২০২২ সালের তুলনায় এই সংখ্যাটা প্রায় তিনগুণ বেশি। এমনিতে এই রোগের উপসর্গ সাধারণ ঠান্ডা লাগা কিংবা কাশির মতো হলেও সপ্তাহ খানেকের মধ্যে অসুখটি সারছে না। অ্যান্টিবায়োটিকও কাজ করছে না।। বরং তিন-সাড়ে তিন মাস ধরে এর রেশ বজায় থাকছে।
ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস এবং শ্বাসযন্ত্র। সেরে ওঠার পরেও তার প্রভাব থেকে যাচ্ছে। গত কয়েক মাসের মধ্যেই ব্রিটেনে এই সংক্রমণের হার ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ এনএইচএস সূত্রে জানানো হয়েছে, শিশু এবং বৃদ্ধদেরই মূলত এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তবে সেই হিসেবে এখন উল্টে গেছে। প্রাপ্তবয়স্ক সাধারণ মানুষও হু হু করে আক্রান্ত হচ্ছেন হুপিং কাশিতে। বর্ডেটেলা পারটোসিস নামক ব্যাকটেরিয়া থেকে ছড়ানো এই রোগে ফুসফুস এবং শ্বাসনালি ক্ষতিগ্রস্থ হয় তো বটেই, পাশাপাশি পাঁজর ফুলে যাওয়া, কানে সংক্রমণ ছড়িয়ে পড়া, হার্নিয়া এবং প্রস্রাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনাও ঘটছে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন শিশু এবং বৃদ্ধ, তাদের ক্ষেত্রে হুপিং কাশি প্রানঘাতীও হতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত।
অনলাইন প্রতিনিধি :-সুর বদলে এবার শান্তির বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দরের।ভারত যুদ্ধ থামালে, তারাও থেমে…
অনলাইন প্রতিনিধি :-রাজৌরিতে পাক সেনার গোলাবর্ষণে প্রাণ গেল রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপার।…
আজকের দিনের প্রতিটি যুদ্ধ মানেই প্রথমেই স্নায়ুযুদ্ধ।স্নায়ুযুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে তোলার মাধ্যমে…
অনলাইন প্রতিনিধি :- ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শুক্রবার সকাল থেকেই…
অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…