Categories: দেশ

প্রবল বর্ষণে ফের অনিশ্চয়তায় ট্রেন চলাচল

এই খবর শেয়ার করুন (Share this news)

পাহাড়ি রেলপথ সংস্কার ও পুনরুদ্ধারের কাজ আবারও বন্ধ হয়ে পড়েছে । টানা তিনদিন স্থগিত রাখতে হয়েছে যাবতীয় কাজ । কারণ ফের প্রবল বর্ষণ শুরু হয়েছে দক্ষিণ আসামের ডিমাহাসাও জেলাজুড়ে । ফলে রেলের ধার্য করা লক্ষ্যমাত্রার মধ্যে রেলপথ সচল হওয়া নিয়ে নতুন করে সংশয় সৃষ্টি হয়েছে । রেলের তরফে অবশ্য জোর প্রচেষ্টা জারি রাখা হয়েছে দ্রুত রেলপথ স্বাভাবিক ও সচল রাখার জন্য । বুধবার সন্ধ্যায় দৈনিক সংবাদকে এ কথা জানান যোগীন্দর সিং লখড়া । উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিঙ বিভাগের ডিআরএম শ্রীলখড়া মোবাইলযোগে করা একান্ত আলাপচারিতায় এ কথা বলেন । উত্তর কাছাড় ঘেরা পুরো রেলপথের বাস্তব পরিস্থিতি তুলে ধরেন তিনি।

প্রতিবেদককে জানান , অনাকাঙ্ক্ষিত ভারী বর্ষণ মাঝে মধ্যেই সমস্যা বাড়িয়ে চলছে । জটিল করে তুলছে পরিস্থিতি । গত এক মাসে পাহাড়ি রেলপথের প্রভূত উন্নতি হয়েছে । ১৪ মে ও তার আগের ও পরের কয়েক দিনের প্রবল বর্ষণে প্রচণ্ড ক্ষতি হয়েছে উত্তর কাছাড় পাহাড়ঘেরা রেলপথের । বিপর্যস্ত হয়ে পড়ে পাহাড়ি রেলপথ হিসাবে পরিচিত এলাকা । বদরপুর – লামডিঙ শাখার প্রায় ৮৫ কিলোমিটার রেলপথ একরকম অস্তিত্বহীন হয়ে পড়ে । ফলে ১৪ মে থেকে এই পথে যাবতীয় ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয় । ১ জুলাই পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । নিউ হাফলঙের মতো গুরুত্বপূর্ণ স্টেশন পরিণত হয়ে পড়ে ধ্বংসপ্রায় ধ্বংসস্তূপে ।

প্রকৃতির রোষে একরকম হাতে হাত রেখে বসে থাকতে হয় কিছুদিন । বিপর্যস্ত এলাকায় বিভিন্ন যন্ত্রপাতি ও মালপত্র নিয়ে বসিয়ে রাখতে হয় । ওই তথ্য তুলে ধরে শ্রীলখড়া জানান , বর্ষণ একটু থামতেই জোর কদমে পরিস্থিতি সামাল দেওয়ার কাজে হাত লাগানো হয় । ইতিমধ্যে সিংহভাগ এলাকা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে । নতুন করে ফের প্রবল বর্ষণ শুরু হওয়ায় ফের সঙ্কট সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি । তার বক্তব্য , আবারও প্রবল বর্ষণ শুরু হওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা রেলপথ ও বিভিন্ন স্টেশনের কোথাও কোথাও নতুন করে সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে । তার মধ্যেও রেলের নির্ধারিত লক্ষ্যমাত্রা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে রেলপথ সচল করার চেষ্টা জারি রয়েছে বলে উল্লেখ করেন লামডিঙের ডিআরএম । তিনি বলেন , এর জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে । তবে ভারী বর্ষণের কারণে এই উদ্যোগে ব্যাঘাত ঘটছে বলে দৈনিক সংবাদকে জানান তিনি ।

তার বক্তব্য , মৃদু বর্ষণের মধ্যেও দিন রাত কাজ করা হচ্ছে গত প্রায় এক মাস ধরে । সমস্যা হচ্ছে ভারী বর্ষণে । বর্ষণ থামলে কাজের গতি আরও বাড়িয়ে পরিস্থিতি মোকাবিলার উপর জোর দিয়েছেন সীমান্ত রেলের লামডিঙ বিভাগের প্রধান । অন্যদিকে , সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পাহাড়ি রেলপথের পুনরুদ্ধার , সংস্কার ও পুনর্নির্মাণ এক বিজ্ঞপ্তি প্রকাশ করেন । বিজ্ঞপ্তিতে সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান ১০ জুলাইয়ের মধ্যে পাহাড়ি পথে ফের রেল পরিষেবা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে । এর জন্য কাজে লাগানো হয়েছে একশোটির বেশি যন্ত্র । কাজে লেগেছেন রেলের বহু আধিকারিক ও প্রকৌশলী সহ বিভিন্ন ঠিকাদার সংস্থার এক হাজারের বেশি লোকবল । তাদের মধ্যেও রয়েছেন অনেক প্রকৌশলী এবং রেলের কাজে অভিজ্ঞ কর্মী । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিউ হাফলঙ , মাইবঙ , ঝাটিঙ্গা লামপুর , হারেঙ্গাজাও , মাহুর , ডিটেকছড়া , দামছড়া সহ পুরো রেলপথ বিপর্যস্ত হয়ে পড়েছে মে মাসের টানা বর্ষণে ।

তারপর সীমান্ত রেলের তরফে দ্রুত রেলপথ স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে । জোরকদমে কাজ চলছে । বর্ষণ উপেক্ষা করে দিনরাতের চব্বিশ ঘন্টা কাজ করে অন্তত ছেচল্লিশটি এলাকা স্বাভাবিক করা সম্ভব হয়েছে । বিপর্যস্ত একষট্টিটি এলাকার মধ্যে পনেরোটি এলাকা স্বাভাবিক করার কাজ বাকি রয়েছে বলে জানান শ্রীদে । সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান ,অত্যন্ত জটিল ও সমস্যাসঙ্কুল এসব এলাকায়ও শুরু হয়েছে রেলপথ পুনরুদ্ধার ও প্রয়োজনে পুনর্নির্মাণের কাজ । তার বক্তব্য , ইতিমধ্যে বদরপুর থেকে ঝাটিঙ্গা লামপুর পর্যন্ত অংশে রেলপথ ট্রেন চলাচলের উপযোগী করে তোলা সম্ভব হয়েছে । তবে মুশকিল হলো সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের উল্লেখিত বিজ্ঞপ্তি প্রকাশের পরই আবারও প্রবল বর্ষণ শুরু হয়েছে । আর তাতেই সীমান্ত রেল কর্তৃপক্ষের হিসাবনিকাশ ফের উল্টে যাওয়ার উপক্রম হয়েছে । যাবতীয় উদ্যোগ , সমন্বয় ও সহযোগিতামূলক কাজের পরও টানা ভারী বর্ষণে নতুন বিপদ সৃষ্টি হয়েছে । রেল সূত্রের বক্তব্য , দ্রুত বৃষ্টি শেষ হয়ে রোদ না উঠলে অন্তত জুলাই মাসের মধ্যে পাহাড়ি রেলপথে পুনরায় ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে না । কারণ , স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা রেলপথ ও স্টেশনে বর্ষণের জেরে নতুন বিপর্যয় দেখা দিয়েছে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

9 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

9 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

12 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

12 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

12 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

12 hours ago