প্রভুর খোঁজে পোষ্য সারমেয়

এই খবর শেয়ার করুন (Share this news)

ছোট্ট , লোমশ দেহ । দু – চোখে একরাশ বিষণ্নতা । একটা ভাঙা বাড়ির দিকে নিৰ্ণিমেষ তাকিয়ে আছে ছোট্ট একটি সারমেয় । এ – ছবির ভিতর হয়তো আহামরী তেমন কিছুই নেই । কিন্তু তা সত্ত্বেও ছবির মমার্থ আর্ত সময়ে দাঁড়িয়েও মানুষের হৃদয়কে করে তুলেছে । এ – দৃশ্য আফগানিস্তানের । এই তথ্যটুকুই জানিয়ে দিচ্ছে অনেক কিছু , বুঝিয়ে দিচ্ছে কেন এই দৃশ্য হয়ে উঠেছে এতখানি হৃদয়গ্রাহী । অতি সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরী হয়ে উঠেছে আফগানিস্তান । ধ্বংস আর মৃত্যু যেন সে – দেশকে বিধ্বস্ত করে দিয়েছে ।

আর সেই মৃত্যুপুরীর ভিতর জীবনের অপেক্ষায় যেন দিন গুনছে এই পোষ্যটি । সম্প্রতি টুইটারে এই সারমেয়টির ছবি পোস্ট করেছেন এক মহিলা । জানিয়েছেন , যে – বাড়ির পোষ্য এই সারমেয় , সেই বাড়ি ভেঙেচুরে ধুলোয় মিশে গিয়েছে । ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন বাড়ির সকলেই । শুধু বরাতজোরে প্রাণে বেঁচেছিল পোষ্যটি । এখন সে বলতে গেলে আশ্রয়হীন , স্বজনহারা । অবশ্য প্রতিবেশীদের কেউ কেউ তাকে দেখে বাড়িতে নিয়ে গিয়ে খাইয়েছে , যত্ন – আত্তি করেছে । কিন্তু তাতেও যে মন মানেনি একরত্তি সারমেয়র !

যে – অঞ্চলে ভূমিকম্পের প্রভাব ছিল সবথেকে বেশি , সেখানকারই এক গ্রামের ভাঙা একখানা বাড়ির সামনে প্রতিদিন ফিরে ফিরে আসে কুকুরটি । অবাক হয়ে তাকিয়ে দেখে চারপাশ । হয়তো বুঝতে পারে না , প্রাণচঞ্চল বাড়িটি কী করে নিমেষে এমন ভগ্নস্তূপে পরিণত হল ! কোথায় গেল এই বাড়ির সকল লোকজন ! ভগ্নস্তূপের সামনে দাঁড়িয়ে তার বিষণ্ণ দুই চোখে খুঁজে ফিরে পুরনো সেই দিনের কথা । হয়তো অপেক্ষা করে তার মালিকের ফিরে আসার । ছোট্ট প্রাণীটি এখনও হয়তো উপলব্ধি করতে পারেনি যে , যা হারিয়ে গিয়েছে তা আর কখনোই ফিরে আসে না ।

মৃত্যুর কালো ছায়া এড়িয়ে কিঞ্চিৎ স্বাভাবিক হতে শুরু করেছে আফগানিস্তানের জীবনযাত্রা । তবে এই অভিঘাত সামলে ওঠা সহজ নয় । গোটা দেশের বিপন্ন অর্থনৈতিক পরিস্থিতি যেন আরও ক্ষতিগ্রস্ত হল এই ভূমিকম্পে । মৃত্যুমিছিলে প্রতিবেশী , পরিজনহীন হয়ে পড়া মানুষের ভিড় , সামাজিক পরিসরেও এর একটা বড় প্রভাব ফেলবে । এক অদ্ভুত শূন্যতা যেন বয়ে বেড়াচ্ছে সে – দেশের বাতাসে । এই সারমেয়টি যেন সেই শূন্যতারই প্রতিনিধি । আর তাকে দেখে সমাজমাধ্যমের মানুষ আরও একবার নতুন করে উপলব্ধি করছেন ভালোবাসার অর্থ । কুকুর প্রভুভক্ত এ – কথা কে না জানে ! কিন্তু এ তো শুধু ভক্তি নয় । যখন মালিকই অনুপস্থিত , যখন অন্যত্র মিলছে যথেষ্ট আদরযত্ন , তখনও

Dainik Digital

Recent Posts

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

22 hours ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

22 hours ago

স্মার্টসিটি প্রকল্পের কাজে বন্ধ উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…

22 hours ago

বার্ষিক পরীক্ষার সূচি নিয়ে শিক্ষা দপ্তরের রসিকতায় চরম ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…

22 hours ago

রাজ্যের প্রতীকে স্বীকৃতি কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…

22 hours ago

চূড়ান্ত সীলমোহর পড়বে ১০টি সাংগঠনিক জেলা সভাপতির নামে!!

অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…

22 hours ago