প্রভুর খোঁজে পোষ্য সারমেয়

এই খবর শেয়ার করুন (Share this news)

ছোট্ট , লোমশ দেহ । দু – চোখে একরাশ বিষণ্নতা । একটা ভাঙা বাড়ির দিকে নিৰ্ণিমেষ তাকিয়ে আছে ছোট্ট একটি সারমেয় । এ – ছবির ভিতর হয়তো আহামরী তেমন কিছুই নেই । কিন্তু তা সত্ত্বেও ছবির মমার্থ আর্ত সময়ে দাঁড়িয়েও মানুষের হৃদয়কে করে তুলেছে । এ – দৃশ্য আফগানিস্তানের । এই তথ্যটুকুই জানিয়ে দিচ্ছে অনেক কিছু , বুঝিয়ে দিচ্ছে কেন এই দৃশ্য হয়ে উঠেছে এতখানি হৃদয়গ্রাহী । অতি সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরী হয়ে উঠেছে আফগানিস্তান । ধ্বংস আর মৃত্যু যেন সে – দেশকে বিধ্বস্ত করে দিয়েছে ।

আর সেই মৃত্যুপুরীর ভিতর জীবনের অপেক্ষায় যেন দিন গুনছে এই পোষ্যটি । সম্প্রতি টুইটারে এই সারমেয়টির ছবি পোস্ট করেছেন এক মহিলা । জানিয়েছেন , যে – বাড়ির পোষ্য এই সারমেয় , সেই বাড়ি ভেঙেচুরে ধুলোয় মিশে গিয়েছে । ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন বাড়ির সকলেই । শুধু বরাতজোরে প্রাণে বেঁচেছিল পোষ্যটি । এখন সে বলতে গেলে আশ্রয়হীন , স্বজনহারা । অবশ্য প্রতিবেশীদের কেউ কেউ তাকে দেখে বাড়িতে নিয়ে গিয়ে খাইয়েছে , যত্ন – আত্তি করেছে । কিন্তু তাতেও যে মন মানেনি একরত্তি সারমেয়র !

যে – অঞ্চলে ভূমিকম্পের প্রভাব ছিল সবথেকে বেশি , সেখানকারই এক গ্রামের ভাঙা একখানা বাড়ির সামনে প্রতিদিন ফিরে ফিরে আসে কুকুরটি । অবাক হয়ে তাকিয়ে দেখে চারপাশ । হয়তো বুঝতে পারে না , প্রাণচঞ্চল বাড়িটি কী করে নিমেষে এমন ভগ্নস্তূপে পরিণত হল ! কোথায় গেল এই বাড়ির সকল লোকজন ! ভগ্নস্তূপের সামনে দাঁড়িয়ে তার বিষণ্ণ দুই চোখে খুঁজে ফিরে পুরনো সেই দিনের কথা । হয়তো অপেক্ষা করে তার মালিকের ফিরে আসার । ছোট্ট প্রাণীটি এখনও হয়তো উপলব্ধি করতে পারেনি যে , যা হারিয়ে গিয়েছে তা আর কখনোই ফিরে আসে না ।

মৃত্যুর কালো ছায়া এড়িয়ে কিঞ্চিৎ স্বাভাবিক হতে শুরু করেছে আফগানিস্তানের জীবনযাত্রা । তবে এই অভিঘাত সামলে ওঠা সহজ নয় । গোটা দেশের বিপন্ন অর্থনৈতিক পরিস্থিতি যেন আরও ক্ষতিগ্রস্ত হল এই ভূমিকম্পে । মৃত্যুমিছিলে প্রতিবেশী , পরিজনহীন হয়ে পড়া মানুষের ভিড় , সামাজিক পরিসরেও এর একটা বড় প্রভাব ফেলবে । এক অদ্ভুত শূন্যতা যেন বয়ে বেড়াচ্ছে সে – দেশের বাতাসে । এই সারমেয়টি যেন সেই শূন্যতারই প্রতিনিধি । আর তাকে দেখে সমাজমাধ্যমের মানুষ আরও একবার নতুন করে উপলব্ধি করছেন ভালোবাসার অর্থ । কুকুর প্রভুভক্ত এ – কথা কে না জানে ! কিন্তু এ তো শুধু ভক্তি নয় । যখন মালিকই অনুপস্থিত , যখন অন্যত্র মিলছে যথেষ্ট আদরযত্ন , তখনও

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

22 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

22 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

23 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

23 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

23 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

24 hours ago