দৈনিক সংবাদ অনলাইন।। বরাবরের মতো সমাজের স্বার্থে সামাজিক কাজে অনন্য নজীর স্থাপন করলো অম্পিনগর ব্লকের অধিন তৈদু স্পোর্টিং ক্লাবের সদস্যরা। লক্ষ্মীপূজার সন্ধ্যায় পূর্ত দপ্তরের দায়িত্ব প্রাপ্ত নির্মান সংস্থা এনএসআইডিসিএলের উপর ও বন দপ্তরের উপর ভরসা হাড়িয়ে তৈদু স্পোর্টিং ক্লাবের জনা কয়েক সদস্য মিলে ঘন্টা খানেক শ্রম দানের মাধ্যমে যানবাহন চলাচল বন্ধ হয়ে থাকা অমরপুর- অম্পিনগর,তৈদু ভায়া তেলিয়ামুড়া সড়ক উন্মুক্ত করে।
অমরপুর-অম্পিনগর,তৈদু ভায়া তেলিয়ামুড়া সড়কের অমরপুর থেকে তৈদু পর্যন্ত সড়কের দুইপাশে বেশকিছু ছোটবড় গাছ দীর্ঘদিন ধরেই সড়কের উপর বিপজ্জনক ভাবে হেলে রয়েছে। তার মধ্যে রয়েছে আবার বেশকিছু ছোটবড় মৃত গাছ। যানবাহন চালক সহ নিত্যযাত্রীরা ঝুকিপূর্ণ বিপজ্জনক গাছগুলির নিচে দিয়েই নিত্যদিন ওই সড়কে যাতায়াত করে আসছেন । বিষয়টি পূর্ত দপ্তরের দায়িত্ব প্রাপ্ত নির্মান সংস্থা এনএসআইডিসিএলের কর্মকর্তারা এবং অমরপুর বন দপ্তরের কর্মকর্তারা ভাল ভাবে অবগত থাকলেও কারোর তরফেই কোন প্রকার কার্যকরী ভূমিক নেই।
রবিবার লক্ষ্মী পূজোর সন্ধ্যায় তৈদুর স্পোর্টিং ক্লাবের সদস্যরা অম্পিনগর-তৈদু সড়কের যন্ত্রনা পাড়া এলাকায় দেখে, সড়কের উপর বিপজ্জনক ভাবে হেলে থাকা একটি বড় গাছ ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে। সকলে বিষয়টি উপভোগ করলেও কেউই সড়কের উপর পরে থাকা গাছ সরিয়ে সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার চেষ্টাও করেনি।অবশেষে তৈদু স্পোর্টিং ক্লাবের সদস্যরাই গাড়ির হেড লাইটের আলোতে ঘন্টা খানেকের পরিশ্রমে সড়কের উপর পরে থাকা গাছের ডালপালা কেটে সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে।
তৈদু স্পোর্টিং ক্লাবের সদস্যদের ওই ধরনের সামাজিক কর্তব্য অবশ্যই প্রশংসাযোগ্য। তৈদু স্পোর্টিং ক্লাবের সদস্য সত্যজিৎ দেববর্মা বলেন, ক্লাব শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নেই। তৈদু স্পোর্টিং ক্লাবের অসংখ্য সামাজিক সহায়তা মূলক কাজের দৃষ্টান্ত রয়েছে। যার কারনেই তৈদু এলাকার জাতি জনজাতি সকল অংশের মানুষের ভরসাস্হল তৈদু স্পোর্টিং ক্লাব।স্পোর্টিং ক্লাবের প্রশংসায় পঞ্চমুখ জাতি জনজাতি উভয় অংশের মানুষেরা।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…