দৈনিক সংবাদ অনলাইন।। দিনের পর দিন অঙ্গনওয়াড়ি সেন্টার থাকছে তালা বন্ধ। দিদিমণির দেখা মিলছে না। স্বভাবতই সরকারের পুষ্টি প্রকল্পের বাস্তবায়ন প্রশ্নের মুখে। জনজাতি এলাকার দরিদ্র পরিবারগুলার ছেলেমেয়েদের এই পুষ্টি প্রকল্প নিয়ে রীতিমত ছেলে খেলা করছে কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ এলাকা জুড়ে। ঘটনা তেলিয়ামুরা মহকুমার মুংগিয়াকামী আর ডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত প্রজা বাহাদুর মলসুম পাড়ায়। ওই পাড়ার মিত্র হাম অঙ্গনওয়াড়ি সেন্টারের দুরবস্থা নিয়ে সরব এলাকাবাসী। খোঁজ নিয়ে জানাযায়, দিনের পর দিন বলতে গেলে মাসের পর মাস সংশ্লিষ্ট সেন্টারটি তালা বন্ধ থাকে।
এলাকার প্রাথমিক শিক্ষা সহ ছোট ছোট ছেলেমেয়েদের পুষ্টিগত মান বজায় রাখার জন্য সরকারের এই ব্যবস্থাপনা কেন থমকে রয়েছে তার জবাব চাইছেন গিরিবাসীরা। সংশ্লিষ্ট দিদিমনি দু-তিন মাসে একবার এসে দু তিন কেজি করে চাল ডাল দিয়ে নিজের দায়িত্ব শেষ করছেন। মাশান্তে নিশ্চিন্তে নিজের মাসোয়ারা গুনছেন।
এলাকার বাস্তবিক চিত্র প্রমাণ করে এমনিতেই ভৌগলিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে এই প্রজা বাহাদুর মলসুম পাড়া। দিনের পর দিন এভাবে অঙ্গনওয়াড়ি সেন্টার তালা বন্ধ থাকার ফলে আগামী দিনে মানব সম্পদ বিকাশের ক্ষেত্রে যে নিশ্চিতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। অবিলম্বে এলাকা জুড়ে দাবি উঠছে, সরকার কিংবা প্রশাসন যেন অতি দ্রুত এই বিষয়ে সজাগ দৃষ্টি প্রদান করে।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…