দৈনিক সংবাদ অনলাইন।। দিনের পর দিন অঙ্গনওয়াড়ি সেন্টার থাকছে তালা বন্ধ। দিদিমণির দেখা মিলছে না। স্বভাবতই সরকারের পুষ্টি প্রকল্পের বাস্তবায়ন প্রশ্নের মুখে। জনজাতি এলাকার দরিদ্র পরিবারগুলার ছেলেমেয়েদের এই পুষ্টি প্রকল্প নিয়ে রীতিমত ছেলে খেলা করছে কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ এলাকা জুড়ে। ঘটনা তেলিয়ামুরা মহকুমার মুংগিয়াকামী আর ডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত প্রজা বাহাদুর মলসুম পাড়ায়। ওই পাড়ার মিত্র হাম অঙ্গনওয়াড়ি সেন্টারের দুরবস্থা নিয়ে সরব এলাকাবাসী। খোঁজ নিয়ে জানাযায়, দিনের পর দিন বলতে গেলে মাসের পর মাস সংশ্লিষ্ট সেন্টারটি তালা বন্ধ থাকে।
এলাকার প্রাথমিক শিক্ষা সহ ছোট ছোট ছেলেমেয়েদের পুষ্টিগত মান বজায় রাখার জন্য সরকারের এই ব্যবস্থাপনা কেন থমকে রয়েছে তার জবাব চাইছেন গিরিবাসীরা। সংশ্লিষ্ট দিদিমনি দু-তিন মাসে একবার এসে দু তিন কেজি করে চাল ডাল দিয়ে নিজের দায়িত্ব শেষ করছেন। মাশান্তে নিশ্চিন্তে নিজের মাসোয়ারা গুনছেন।
এলাকার বাস্তবিক চিত্র প্রমাণ করে এমনিতেই ভৌগলিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে এই প্রজা বাহাদুর মলসুম পাড়া। দিনের পর দিন এভাবে অঙ্গনওয়াড়ি সেন্টার তালা বন্ধ থাকার ফলে আগামী দিনে মানব সম্পদ বিকাশের ক্ষেত্রে যে নিশ্চিতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। অবিলম্বে এলাকা জুড়ে দাবি উঠছে, সরকার কিংবা প্রশাসন যেন অতি দ্রুত এই বিষয়ে সজাগ দৃষ্টি প্রদান করে।
অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…
অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…
অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…
মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…
অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…