দৈনিক সংবাদ অনলাইন।। দিনের পর দিন অঙ্গনওয়াড়ি সেন্টার থাকছে তালা বন্ধ। দিদিমণির দেখা মিলছে না। স্বভাবতই সরকারের পুষ্টি প্রকল্পের বাস্তবায়ন প্রশ্নের মুখে। জনজাতি এলাকার দরিদ্র পরিবারগুলার ছেলেমেয়েদের এই পুষ্টি প্রকল্প নিয়ে রীতিমত ছেলে খেলা করছে কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ এলাকা জুড়ে। ঘটনা তেলিয়ামুরা মহকুমার মুংগিয়াকামী আর ডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত প্রজা বাহাদুর মলসুম পাড়ায়। ওই পাড়ার মিত্র হাম অঙ্গনওয়াড়ি সেন্টারের দুরবস্থা নিয়ে সরব এলাকাবাসী। খোঁজ নিয়ে জানাযায়, দিনের পর দিন বলতে গেলে মাসের পর মাস সংশ্লিষ্ট সেন্টারটি তালা বন্ধ থাকে।
এলাকার প্রাথমিক শিক্ষা সহ ছোট ছোট ছেলেমেয়েদের পুষ্টিগত মান বজায় রাখার জন্য সরকারের এই ব্যবস্থাপনা কেন থমকে রয়েছে তার জবাব চাইছেন গিরিবাসীরা। সংশ্লিষ্ট দিদিমনি দু-তিন মাসে একবার এসে দু তিন কেজি করে চাল ডাল দিয়ে নিজের দায়িত্ব শেষ করছেন। মাশান্তে নিশ্চিন্তে নিজের মাসোয়ারা গুনছেন।
এলাকার বাস্তবিক চিত্র প্রমাণ করে এমনিতেই ভৌগলিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে এই প্রজা বাহাদুর মলসুম পাড়া। দিনের পর দিন এভাবে অঙ্গনওয়াড়ি সেন্টার তালা বন্ধ থাকার ফলে আগামী দিনে মানব সম্পদ বিকাশের ক্ষেত্রে যে নিশ্চিতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। অবিলম্বে এলাকা জুড়ে দাবি উঠছে, সরকার কিংবা প্রশাসন যেন অতি দ্রুত এই বিষয়ে সজাগ দৃষ্টি প্রদান করে।
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…