Categories: খেলা

প্রস্তুতিতে মাতলো পাঞ্জাব ও ত্রিপুরা

এই খবর শেয়ার করুন (Share this news)

ঘরের মাঠে রঞ্জি ট্রফিতে নিজেদের দ্বিতীয় তথা টুর্নামেন্টের নি তৃতীয় ম্যাচটি খেলার জন্য ব্যাট বলের প্রস্তুতিতে নি নেমে পড়লো রাজ্যদল। একদিন আগেই নাগপুর থেকে শহরে পৌঁছেছিল। আজ দুপুরে ব্যাট বল নিয়ে টি নেট প্র্যাকটিসে নেমে পড়লেন ঋদ্ধিমান সাহারা।আগামী ২৭-৩০ ডিসেম্বর এমবিবি স্টেডিয়ামে ভি ত্রিপুরার সামনে শক্তিশালী পাঞ্জাব। যে দলে অধিকাংশ আইপিএল খেলা ক্রিকেটার ছাড়াও টিম ইণ্ডিয়ার হয়ে খেলেছে এমন দুই ক্রিকেটারও রয়েছে। স্বাভাবিকভাবেই কাগজকলমে বেশ শক্তিশালী দল হিসাবেই নামছে পাঞ্জাব।এদিকে, ত্রিপুরার মতো অতিথি দল পাঞ্জাবও আজ এমবিবি স্টেডিয়ামে ব্যাট বলের প্র্যাকটিস করে নেয়। টিম ত্রিপুরা বেলা একটায় প্র্যাকটিস করতে যখন মাঠে ঢুকছে তখন পাঞ্জাবের অর্শদীপ ব্রা, হরমিত সিং, অভিষেক শর্মা, সিদ্ধার্থ কল প্র্যাকটিস শেষ করে মাঠ ছাড়ছে। তবে আগামীকাল দু’দলই সকাল দশটা থেকে প্র্যাকটিস করবে। বেলা সাড়ে বারোটায় ম্যানেজার মিটিং। ত্রিপুরার মতো পাঞ্জাবেরও এটি তৃতীয় ম্যাচ। তবে পাঞ্জাব নিজেদের প্রথম ম্যাচ দুটি লিড নিয়ে ড্র করে। রেলওয়ে ও চণ্ডীগড়কে তিন তিন পয়েন্ট তোলায় পাঞ্জাবের পয়েন্ট আপাতত ছয় ।পক্ষান্তরে ত্রিপুরা প্রথম ম্যাচ গুজরাটের বিরুদ্ধে লিড নিয়ে ড্র করলেও নাগপুরে বিদর্ভের বিরুদ্ধে লিড উই নিয়েও ২২০ রানে পরাজিত হয়। ত্রিপুরার সংগৃহীত বে পয়েন্ট আপাতত তিন পয়েন্ট। এদিকে, প্রতিপক্ষ দলে পে টিম ইণ্ডিয়া ও আইপিএল খেলোয়া ক্রিকেটার সর থাকলেও এতটুকু চিন্তায় নেই টিম ত্রিপুরা। টিম ত্রিপুরার সাফ কথা, ওদের নয় বরং ওরাই আমাদের ভয় করবে।বিদর্ভ ম্যাচ হারলেও পাঞ্জাব ম্যাচের জন্য টিম তৈরি। নতুন করে আবার টিম দেওয়া হয়েছে। পা এদিকে, প্রতিপক্ষ দল কিন্তু মাঠে ঢুকেই বলে দিয়েছে, আমরা জয়ের তালাসে এখানে এসেছি। প্রথম দুটি স ম্যাচে জয় না পাওয়ায় টিম পাঞ্জাব এখন জয়ের জন্য বি ছটফট করছে।
এদিকে, উইকেট দেখে দু’দলই খুশি। উইকেট সম্পর্কে জানা গেছে, ব্যাটিং সহায়ক যেমন হবে টি তেমনি বল বাউন্সও করবে। উল্লেখ্য, ত্রিপুরা-গুজরাট মর ম্যাচ যে উইকেটে হয়েছিল তার সাইডের উইকেটে হে এবার ত্রিপুরা-পাঞ্জাব ম্যাচ। পরিষ্কার করে বললে, পশ্চিমদিক থেকে তিন নম্বর উইকেটে খেলা হবে। ইতিমধ্যে উইকেট তৈরির কাজ শেষ। আগামীকালই উইকেট আম্পায়ার ম্যাচ রেফারির দায়িত্বে চলে যাবে। আজ নেটে ত্রিপুরার সবাই-ই….ব্যাট করে। গুজরাট ম্যাচে মণিশঙ্কর মুড়াসিং দশ উইকেট পেয়েছিল। এবারও কী মণিশঙ্করের তেমন কোনও চমক থাকবে? তবে এখন দেখার, ক’জন পেসার নিয়ে নামে টিম ত্রিপুরা। তবে মণিশঙ্কর, অজয় সরকার, অভিজিৎ সরকার এরা খেললে স্পিন অ্যাটাকে পারভেজ সুলতান, শঙ্কর পাল, রজত দে থাকবে। দীপক ক্ষত্রিও পার্টটাইমার হিসাবে কাজ চালিয়ে যেতে পারে। তবে এই ম্যাচে শুভম ঘোষের খেলার চান্স থাকছে। প্রয়োজনে বোলিংও করতে পারে। বিদর্ভ ম্যাচে চোট লাগা ওপেনার বিক্রম দাস এখন সম্পূর্ণ সুস্থ। আজ নেটে অনেকক্ষণ ব্যাটও করে বিক্রম। যতদূর আভাস, বিশাল ঘোষ-বিক্রম দাস জুটির উপর দলীয় ইনিংস সূচনার দায়িত্ব থাকছে। তবে আগামীকাল শেষবারের মতো প্র্যাকটিস করেই টিম ত্রিপুরা তাদের সমস্ত সিদ্ধান্ত নেবে। তবে এই মরশুমে কিন্তু পাঞ্জাব-ত্রিপুরা এটি দ্বিতীয় সাক্ষাৎকার হতে যাচ্ছে। দশ অক্টোবর জয়পুরে টি-টোয়েন্টি ক্রিকেটে পাঞ্জাব ত্রিপুরার বিরুদ্ধে নয় উইকেটে হারিয়ে দিয়েছিল। এখন দেখার টি-টোয়েন্টি ক্রিকেটের বদলা রঞ্জি ট্রফিতে নিতে পারে কি না। তবে লড়াইয়ে থাকতে হলে পাঞ্জাব ম্যাচে কিন্তু ত্রিপুরার পয়েন্ট তোলা খুবই জরুরি ।

Dainik Digital

Recent Posts

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

18 hours ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

18 hours ago

আঠাশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…

18 hours ago

হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!

অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…

18 hours ago

সতর্কতাই বাঞ্ছনীয়!!

নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…

18 hours ago

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

2 days ago