ঘরের মাঠে রঞ্জি ট্রফিতে নিজেদের দ্বিতীয় তথা টুর্নামেন্টের নি তৃতীয় ম্যাচটি খেলার জন্য ব্যাট বলের প্রস্তুতিতে নি নেমে পড়লো রাজ্যদল। একদিন আগেই নাগপুর থেকে শহরে পৌঁছেছিল। আজ দুপুরে ব্যাট বল নিয়ে টি নেট প্র্যাকটিসে নেমে পড়লেন ঋদ্ধিমান সাহারা।আগামী ২৭-৩০ ডিসেম্বর এমবিবি স্টেডিয়ামে ভি ত্রিপুরার সামনে শক্তিশালী পাঞ্জাব। যে দলে অধিকাংশ আইপিএল খেলা ক্রিকেটার ছাড়াও টিম ইণ্ডিয়ার হয়ে খেলেছে এমন দুই ক্রিকেটারও রয়েছে। স্বাভাবিকভাবেই কাগজকলমে বেশ শক্তিশালী দল হিসাবেই নামছে পাঞ্জাব।এদিকে, ত্রিপুরার মতো অতিথি দল পাঞ্জাবও আজ এমবিবি স্টেডিয়ামে ব্যাট বলের প্র্যাকটিস করে নেয়। টিম ত্রিপুরা বেলা একটায় প্র্যাকটিস করতে যখন মাঠে ঢুকছে তখন পাঞ্জাবের অর্শদীপ ব্রা, হরমিত সিং, অভিষেক শর্মা, সিদ্ধার্থ কল প্র্যাকটিস শেষ করে মাঠ ছাড়ছে। তবে আগামীকাল দু’দলই সকাল দশটা থেকে প্র্যাকটিস করবে। বেলা সাড়ে বারোটায় ম্যানেজার মিটিং। ত্রিপুরার মতো পাঞ্জাবেরও এটি তৃতীয় ম্যাচ। তবে পাঞ্জাব নিজেদের প্রথম ম্যাচ দুটি লিড নিয়ে ড্র করে। রেলওয়ে ও চণ্ডীগড়কে তিন তিন পয়েন্ট তোলায় পাঞ্জাবের পয়েন্ট আপাতত ছয় ।পক্ষান্তরে ত্রিপুরা প্রথম ম্যাচ গুজরাটের বিরুদ্ধে লিড নিয়ে ড্র করলেও নাগপুরে বিদর্ভের বিরুদ্ধে লিড উই নিয়েও ২২০ রানে পরাজিত হয়। ত্রিপুরার সংগৃহীত বে পয়েন্ট আপাতত তিন পয়েন্ট। এদিকে, প্রতিপক্ষ দলে পে টিম ইণ্ডিয়া ও আইপিএল খেলোয়া ক্রিকেটার সর থাকলেও এতটুকু চিন্তায় নেই টিম ত্রিপুরা। টিম ত্রিপুরার সাফ কথা, ওদের নয় বরং ওরাই আমাদের ভয় করবে।বিদর্ভ ম্যাচ হারলেও পাঞ্জাব ম্যাচের জন্য টিম তৈরি। নতুন করে আবার টিম দেওয়া হয়েছে। পা এদিকে, প্রতিপক্ষ দল কিন্তু মাঠে ঢুকেই বলে দিয়েছে, আমরা জয়ের তালাসে এখানে এসেছি। প্রথম দুটি স ম্যাচে জয় না পাওয়ায় টিম পাঞ্জাব এখন জয়ের জন্য বি ছটফট করছে।
এদিকে, উইকেট দেখে দু’দলই খুশি। উইকেট সম্পর্কে জানা গেছে, ব্যাটিং সহায়ক যেমন হবে টি তেমনি বল বাউন্সও করবে। উল্লেখ্য, ত্রিপুরা-গুজরাট মর ম্যাচ যে উইকেটে হয়েছিল তার সাইডের উইকেটে হে এবার ত্রিপুরা-পাঞ্জাব ম্যাচ। পরিষ্কার করে বললে, পশ্চিমদিক থেকে তিন নম্বর উইকেটে খেলা হবে। ইতিমধ্যে উইকেট তৈরির কাজ শেষ। আগামীকালই উইকেট আম্পায়ার ম্যাচ রেফারির দায়িত্বে চলে যাবে। আজ নেটে ত্রিপুরার সবাই-ই….ব্যাট করে। গুজরাট ম্যাচে মণিশঙ্কর মুড়াসিং দশ উইকেট পেয়েছিল। এবারও কী মণিশঙ্করের তেমন কোনও চমক থাকবে? তবে এখন দেখার, ক’জন পেসার নিয়ে নামে টিম ত্রিপুরা। তবে মণিশঙ্কর, অজয় সরকার, অভিজিৎ সরকার এরা খেললে স্পিন অ্যাটাকে পারভেজ সুলতান, শঙ্কর পাল, রজত দে থাকবে। দীপক ক্ষত্রিও পার্টটাইমার হিসাবে কাজ চালিয়ে যেতে পারে। তবে এই ম্যাচে শুভম ঘোষের খেলার চান্স থাকছে। প্রয়োজনে বোলিংও করতে পারে। বিদর্ভ ম্যাচে চোট লাগা ওপেনার বিক্রম দাস এখন সম্পূর্ণ সুস্থ। আজ নেটে অনেকক্ষণ ব্যাটও করে বিক্রম। যতদূর আভাস, বিশাল ঘোষ-বিক্রম দাস জুটির উপর দলীয় ইনিংস সূচনার দায়িত্ব থাকছে। তবে আগামীকাল শেষবারের মতো প্র্যাকটিস করেই টিম ত্রিপুরা তাদের সমস্ত সিদ্ধান্ত নেবে। তবে এই মরশুমে কিন্তু পাঞ্জাব-ত্রিপুরা এটি দ্বিতীয় সাক্ষাৎকার হতে যাচ্ছে। দশ অক্টোবর জয়পুরে টি-টোয়েন্টি ক্রিকেটে পাঞ্জাব ত্রিপুরার বিরুদ্ধে নয় উইকেটে হারিয়ে দিয়েছিল। এখন দেখার টি-টোয়েন্টি ক্রিকেটের বদলা রঞ্জি ট্রফিতে নিতে পারে কি না। তবে লড়াইয়ে থাকতে হলে পাঞ্জাব ম্যাচে কিন্তু ত্রিপুরার পয়েন্ট তোলা খুবই জরুরি ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…