ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
প্রাইম কেয়ার নার্সিং হোম এর পথচলা শুরু!!

অনলাইন প্রতিনিধি :-রাজধানী আগরতলার গোর্খাবস্তি স্থিত প্রাইম কেয়ার নার্সিং হোমের উদ্বোধন হলো সোমবার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেব্বর্মণ। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, প্রাইম কেয়ার নার্সিং হোমের প্রতিষ্ঠাতা ডাঃ মনিময় দেব্বর্মা সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে ২৫ শয্যা বিশিষ্ট এই নার্সিং হোমের উদ্বোধন করেন উপস্থিত বিশিষ্টজনেরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে আগামীদিনে এই নার্সিং হোম সুনামের সঙ্গে সকলকে পরিষেবা প্রদান করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেব্বর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
এছাড়াও এই নার্সিং হোমে ২৪ ঘন্টা এমারজেন্সি পরিষেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমেও পরিষেবা প্রদান ও রাজ্য ও বহি:রাজ্যের ডাক্তারদের দ্বারা চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন নার্সিং হোম কর্তৃপক্ষ।