প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর উপর হামলা!!
অনলাইন প্রতিনিধি :-ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিংকে লক্ষ্য করে সাতসকালেই বোমা হামলা চালানোর অভিযোগ উঠলো। জানা যাচ্ছে, শুক্রবার সকালে অর্জুন সিং নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। তখন অকস্মাৎ তাঁকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারা হয়। অর্জুন সিংহের পায়ে বোমার আঘাত লেগেছে বলে খবর। এই ঘটনায় অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং ও তাঁর দলবলের বিরুদ্ধে।