প্রাণী সম্পদ বিকাশে মন্ত্রীর পর্যালোচনা বৈঠক!

 প্রাণী সম্পদ বিকাশে মন্ত্রীর পর্যালোচনা বৈঠক!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। দ্বিতীয় বিজেপি-আইপিএফটি জোট সরকারের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই নিজের দপ্তরগুলোর কাজকর্ম নিয়ে তৎপর হয়ে উঠেছেন মন্ত্রী সুধাংশু দাস। প্রায় প্রতিদিনই হয়তো দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছেন, আবার কখনো কখনো আচমকাই হানা দিচ্ছেন উনার দপ্তরের অন্তর্ভুক্ত বিভিন্ন অফিসে। আবার কোথাও বিভিন্ন দুর্নীতিমূলক কাজের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন নিজেই।
মঙ্গলবার গোটা রাজ্যের মৎস্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর বুধবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জেলা, মহকুমা ও রাজ্য স্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন।

এদিন রাজধানীর গোর্খাবস্তিস্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মুখ্য কার্য্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিন সাংবাদিকদের মন্ত্রী সুধাংশু দাস জানান, রাজ্যে মাংস, ডিম, দুধ ইত্যাদির প্রচুর চাহিদা রয়েছে। সে চাহিদা অনুযায়ী কিভাবে এই জিনিসগুলির যোগান বৃদ্ধি করা যায় এবং মানুষের কাছে তা পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যমাত্রা নিয়েই এই পর্যালোচনা বৈঠকে আলোচনা করা হবে। পাশাপাশি তিনি আরও জানান, দপ্তরের যেসমস্ত শূন্য পদগুলো রয়েছে সেগুলোও খুব শীঘ্রই পূরণ করা হবে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.