প্রাণ ভিক্ষা চাইছেন বিজেপি’র প্রাক্তন বিধায়ক!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে প্রাণ ভিক্ষা চাইলেন বিজেপির নলছড় কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুভাষ দাস। গতকাল ১১ মার্চ সিপিআইএম আশ্রিত দুস্কৃতিরা তাঁকে প্রকাশ্যে মারধোর করে। বাবাকে বাঁচাতে গিয়ে তাঁর দুই পুত্রও দুষ্কৃতিদের হাতে মার খায়। এই ঘটনা শনিবার সন্ধ্যায়
তার নিজ গ্রাম চন্দনমুড়ার বিদ্যালয়ের মাঠে। অভিযুক্ত লিটন দাস, সায়ন দাস, বিক্রম দাস, অভিনাশ দাস সহ আরও দুই তিনজনের বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় তিনি নিজেও হতবাক। রবিবার সাংবাদিক সম্মেলন করে তিনি রীতিমতো প্রানভিক্ষা চাইলেন!! ঘটনায় এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে।